বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

ইরানের সীমান্ত নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
পূর্ব ও পশ্চিম সীমান্তজুড়ে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষিতে নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে ইরান। দেশটির সেনাবাহিনীর স্থলবাহিনী (আরতেশ) জানিয়েছে, আধুনিক ইলেকট্রনিক পর্যবেক্ষণ ব্যবস্থার মাধ্যমে সীমান্তগুলো এখন আরো নিবিড়ভাবে নজরদারিতে রাখা হচ্ছে।স্থলবাহিনীর উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহি জানান, সীমান্তজুড়ে অত্যাধুনিক ক্যামেরা, সেন্সর, নতুন বেস নির্মাণ এবং ওয়াচটাওয়ার স্থাপনের কাজ চলছে। পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অবৈধ অনুপ্রবেশকারী, চোরাচালান, অস্ত্র ও মাদকের প্রবেশ পুরোপুরি ঠেকানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।তিনি বলেন, এই ব্যবস্থা দেশের ভেতরে এবং পুরো অঞ্চলে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া স্থলবাহিনীর নিয়মিত মহড়া অব্যাহত রয়েছে, যা বাহিনীর প্রস্তুতি ধরে রাখতে সহায়তা করছে।জেনারেল জাহানশাহি আরো জানান, সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের ১২ দিনের যুদ্ধ থেকে ইরান গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে। এই অভিজ্ঞতার আলোকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম আধুনিকায়ন এবং মানবসম্পদ উন্নয়নের কার্যক্রম চলছে।এদিকে, ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির বৈঠকে সীমান্ত নিরাপত্তা জোরদারের লক্ষ্য নিয়ে তৈরি ‘সমন্বিত সীমান্ত সুরক্ষা পরিকল্পনা’ পর্যালোচনা করা হয়। বৈঠকে সেনাবাহিনীর জেনারেল স্টাফ, পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী এবং আইআরজিসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি জানান, পরিকল্পনার বেশ কয়েকটি অংশ অনুমোদন করা হয়েছে।গত কয়েক মাস ধরে ইরান অবৈধ অভিবাসী, সন্ত্রাসী, সশস্ত্র গোষ্ঠী ও চোরাচালান রোধে সীমান্ত এলাকায় নজরদারি আরো কঠোর করেছে।গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দারা ইরান সীমান্তবর্তী এলাকায় সক্রিয় সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে সহযোগিতা বাড়িয়েছে। জুন মাসে চলা ১২ দিনের যুদ্ধের সময় কিছু ‘অবৈধ অভিবাসী’ ইসরায়েলের সহায়তায় ইরানের ভেতরে অপারেশন পরিচালনা করেছিল বলেও অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102