বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

টঙ্গী মিলগেট এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকা থেকে আজ বিকেলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। প্রাথমিকভাবে মরদেহের পরিচয় জানা না গেলেও পরে সিআইডির এক্সপার্ট টিম ঘটনাস্থলে এসে মরদেহের পরিচয় শনাক্ত করেছেন। নিহত ব্যক্তির নাম নিজাম উদ্দিন (৩১)। তার বাড়ি কক্সবাজার জেলার কসবা উপজেলার পূর্ব পাড়া (মূলগ্রাম) এলাকায়।

পুলিশ জানায়, মরদেহটি উদ্ধারের পর আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে। তবে নিহতের স্বজনরা উপস্থিত না থাকায় মরদেহ এখনো হাসপাতালে রয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। নিহতের স্বজনরা যোগাযোগ করলে আইন অনুযায়ী মরদেহ হস্তান্তর করা হবে। স্বজনরা চাইলে এই ঘটনায় মামলা করতে পারবেন এবং মামলা হলে পুলিশ পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে।”

স্থানীয়রা হতবাক ও শোকাহত, কারণ হঠাৎ এই ঘটনা এলাকায় উদ্বেগ ও কৌতূহল সৃষ্টি করেছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেছেন, তদন্ত দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে এবং সকল আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102