রাসুলুল্লাহ (সা.)-এর কাছে জনৈক সাহাবি জিহাদের অনুমতি চাইলেন। নবী (সা.) জিজ্ঞেস করলেন, তোমার পিতা-মাতা আছে কি? সাহাবি বলেন, হ্যাঁ। তখন রাসুলুল্লাহ (সা.) বলেন, যাও, তাদের খিদমতে গিয়ে জিহাদ করো।
প্রখ্যাত আল্লাহর ওলি, সুফি সাধক বিশরে হাফীর কাছে তার জনৈক ভক্ত নফল হজ করার অনুমতি চাইল। তিনি বললেন, এই টাকা আল্লাহর রাস্তায় দরিদ্রদের সেবায় ব্যয় করে দাও। তাতে সওয়াব বেশি হবে। এর নাম হলো অগ্রাধিকার।
ইসলামে অনেক ক্ষেত্রে গুরুত্ব হিসেবে, অনেক ক্ষেত্রে স্থান-কাল-পাত্র হিসেবে, অনেক ক্ষেত্রে সহজতর বিষয়টি গ্রহণ—এই মূলনীতি হিসেবে অগ্রাধিকারের বিষয়টি বিবেচ্য হয়ে থাকে।