মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

দুর্গাপুরে ব্যারিস্টার কায়সার কামালের বিশাল মিছিল

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নেত্রকোনা- ১ আসনে ধানের শীষ প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ও জাতীয় আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে দুর্গাপুর পৌরশহরে পৌর যুবদলের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দলের অঙ্গ ও সহযোগী ইউনিটের সকল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

উপজেলা বিএনপির ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিল, পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তারেক রহমানের ৩১দফা কর্মসুচীর লিফলেট বিতরণ করা হয়। পরবর্তিতে পৌর যুবদলের আহবায়ক আবু সিদ্দিক রুক্কুর সভাপতিত্বে ও সদস্য সচিব স¤্রাট গণি‘র সঞ্চালনায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপি‘র সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেজ গণি সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন বক্তব্য রাখেন।

বক্তারা আরো বলেন, ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে দলীয় নেতাকর্মী সহ জনগণের যে সাড়া দেখা যাচ্ছে, তাতে বিপুল ভোটে তিনি বিজয়ী হবেন ইনশাআল্লাহ্। দলীয় নেতাকর্মী সহ গণমানুষের যে ভালবাসা তৈরী হয়েছে ধানের শীষের প্রার্থী কায়সার কামালের প্রতি, আগামী ভোটেই তার প্রমান পাওয়া যাবে।

ইতোমধ্যে দুই উপজেলায় নিজ অর্থায়নে সেতু তৈরী, বিনামুল্যে চিকিৎসা ক্যাম্প, চক্ষু ক্যাম্প, বিভিন্ন জটিল রোগীর চিকিৎসা করানো, কন্যা দায়গ্রস্থ্য পিতাকে সহায়তা করা, শিক্ষাপ্রতিষ্ঠানে সহায়তা করে মানবিক নেতা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। এমপি না হয়েও দুর্গাপুর-কলমাকান্দার সাধারণ মানুষের জন্য তিনি যে মানবিক কাজ গুলো করেছেন, তা সাধারণ মানুষ ব্যালটেই প্রমান করে দিবেন। আসুন, এমন যোগ্যপ্রার্থী কায়সার কামাল ভাইকে, আপনার, আমার ভোট দিয়ে নির্বাচিত করি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102