বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:০১ অপরাহ্ন

মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণার প্রক্রিয়া শুরু করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
মুসলিম ব্রাদারহুডের কিছু শাখাকে বিদেশি সন্ত্রাসী সংগঠন এবং বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করা হবে। এই লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানা প্রক্রিয়া শুরু করেছেন। একটি আদেশে লেবানন, মিসর এবং জর্দানের মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোর কথা নির্দিষ্ট করে উল্লেখ করেছেন। এটি আরব বিশ্বের প্রাচীনতম ও সবচেয়ে প্রভাবশালী ইসলামী আন্দোলনগুলোর একটির ওপর নিষেধাজ্ঞা আরোপের আদেশ।হোয়াইট হাউসের একটি তথ্যপত্র অনুযায়ী ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যেখানে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে লেবানন, মিসর ও জর্দানের মতো দেশে মুসলিম ব্রাদারহুডের কোনো শাখাকে মনোনীত করা হবে কি না—তা নিয়ে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’ প্রতিবেদন জমা দেওয়ার ৪৫ দিনের মধ্যে সচিবদের যেকোনো ধরনের নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দেওয়া হয়।
ট্রাম্প প্রশাসন ওই দেশগুলোতে অবস্থিত মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোর ওপর ইসরায়েল এবং মার্কিন অংশীদারদের বিরুদ্ধে সহিংস হামলাকে সমর্থন বা উৎসাহিত করার এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সহায়তা প্রদানের অভিযোগ এনেছে।তথ্যপত্রে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্প মুসলিম ব্রাদারহুডের আন্তর্জাতিক নেটওয়ার্কের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন।কারণ এই সংগঠনটি মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ এবং মিত্রদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ এবং অস্থিতিশীলতা সৃষ্টি করেছে।’রিপাবলিকান ও ডানপন্থী নেতারা অনেক দিন ধরেই মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার দাবি করে আসছেন। প্রেসিডেন্ট ট্রাম্পও তার প্রথম মেয়াদে এমন প্রচেষ্টা চালিয়েছিলেন। দ্বিতীয় মেয়াদ শুরুর কয়েক মাস পর সিনেটর রুবিও বলেছিলেন, ট্রাম্প প্রশাসন মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার জন্য কাজ করছে। 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102