বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

যুবককে নির্যাতনের পর নাকে খত দিয়ে ঘোরানো হলো গ্রাম

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে চুরির অপবাদে এক যুবককে নির্যাতনের পর নাকে খত দিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে। শনিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার কালিশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও রবিবার(২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। নির্যাতনের শিকার রসুল আলী ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।জানা গেছে, গত শুক্রবার রাতে ওই গ্রামের পল্লী চিকিৎসক এনামুল হকের বাড়িতে চুরি হয়। পরেরদিন বিকেল ৪ টার দিকে সালিশের নাম করে ওই যুবককে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডেকে নেওয়া হয়। পরে তাকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করেন ভায়না ইউনিয়নের ৯ নং ওর্য়াড বিএনপির সভাপতি সিরাজুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, যুবককে মাটিতে শুইয়ে নাক মাটিতে ঘষতে ঘষতে গ্রামে ঘোরাচ্ছেন একজন ব্যক্তি।সেই দৃশ্য দেখছেন স্থানীয়রা। একপর্যায়ে তাকে তুলে একাধিকবার কান ধরে উঠবস করানো হয়। পরে ওই যুবককে মারতে মারতে গ্রাম থেকে বের করে দেওয়া হয়।অভিযোগের বিষয়ে জানতে বিএনপি নেতা সিরাজুল ইসলামের মোবাইলে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন বলেন, ‘বিষয়টি অত্যন্ত পরিতাপের। এ ধরণের ন্যাক্কারজনক ঘটনার সাথে বিএনপির কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার, ‘এ ধরণের আইন বর্হিভূত ঘটনা কাম্য নয়। এ ঘটনা নিয়ে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করছে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102