অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে : উপদেষ্টা রিজওয়ানা
অনলাইন ডেক্স রির্পোট
-
আপডেট টাইম:
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আমাদের সরকার আর দুই-আড়াই মাস আছে। এই সময়ের মধ্যেই একটা বড়–ভালো দৃষ্টান্ত রেখে যাবে।’সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।রিজওয়ানা বলেন, ই-পারিবারিক আদালতের মাধ্যমে কাগজবিহীন একটি বিচারব্যবস্থার দিকে আমরা এগুলাম।যে নারী ও শিশুরা নির্যাতন ও পারিবারিক সহিংসতার শিকার তাদের জন্য সম্ভাবনা নিয়ে আসবে এ আদালত। অনেক আবেদন ব্যবস্থা অনলাইন থাকলেও, তা অনলাইনে করা যায় না। এ সময় এই উপদেষ্টা ই-পারিবারিক আদালতের সার্ভার যাতে ডাউন না থাকে সেদিকে নজর দিতে আহ্বান জানান। তিনি বলেন, ইট ভাটা ভাঙতে চাইলে বাধা দেওয়া হয়।যেকোনো সিদ্ধান্ত নিলে পদে পদে বাধার সৃষ্টি হয়।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..