মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

একাকী ভ্রমণের ঝুঁকি : রাসুলুল্লাহ (সা.)-এর সতর্কবাণী

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
ইসলাম মানুষের জীবন, সম্পদ ও নিরাপত্তাকে অত্যন্ত মর্যাদা দেয়। তাই কোরআন-হাদিস ভ্রমণ সংক্রান্ত অনেক বিষয়ে বিশেষত রাতের যাত্রা সংক্রান্ত ব্যাপারে নানা আদব ও সতর্কতা শিক্ষা দিয়েছে । ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এড়িয়ে চলা এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করাই এসব নির্দেশনার মূল লক্ষ্য। এরই আলোকে রাসুলুল্লাহ (সা.) একা ভ্রমণের ক্ষতি সম্পর্কে গুরুত্বপূর্ণ সতর্কবাণী দিয়েছেন।

عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي الْوَحْدَةِ مَا أَعْلَمُ مَا سَارَ رَاكِبٌ بِلَيْلٍ وَحْدَهُ

ইবনে ‘উমার (রা.) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত। তিনি বলেন, যদি লোকেরা একা সফরে কী ক্ষতি আছে তা জানত, যা আমি জানি, তবে কোনো আরোহী রাতে একাকী সফর করত না। (বুখারি, হাদিস: ২৯৯৮)

হাদিসের ব্যাখ্যা

ইবনে উমর (রা.) বর্ণিত এ হাদিসে মহানবী (সা.) রাতে একা ভ্রমণ করা বা নির্জন পথে একা চলাফেরা করার ব্যাপারে সতর্ক করেছেন। হাদিসে বলা হয়েছে—মানুষ যদি সেই সব ক্ষতি, ভয়াবহতা ও ঝুঁকি সম্পর্কে জানত, যা তিনি জানেন, তবে কেউ কখনো রাতে একা যাত্রা করত না।

এই সতর্কতার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে—

১. নিজের নিরাপত্তা রক্ষা করা ইসলামের মৌলিক নির্দেশ

ইসলাম জীবনের মূল্য অপরিসীম বলে ঘোষণা করেছে। তাই ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকা ফরজের মতোই গুরুত্বপূর্ণ। একা ভ্রমণ করলে ডাকাতি, আক্রমণ, পথ হারিয়ে ফেলা বা দুর্ঘটনার আশঙ্কা অনেক বেশি থাকে।

২. নিঃসঙ্গতার সুযোগে শত্রুরা সহজেই ক্ষতি করতে পারে

একজন একা ভ্রমণকারীকে দেখে অসৎ ব্যক্তি ও দুষ্কৃতকারীদের লোভ জাগ্রত হতে পারে।

সংগী না থাকলে আত্মরক্ষার শক্তি কমে যায়, ফলে ক্ষতির সম্ভাবনা বাড়ে। 

৩. মৃত্যুর ঘটনা ঘটলে দাফন-গোসলের সমস্যা হয়

ইসলাম মৃত ব্যক্তির সম্মান রক্ষা করতে বলে। একা চলার সময় কেউ মারা গেলে তার গোসল, কাফন, জানাজা—কোনো কিছুই সঠিকভাবে সম্পাদিত হওয়ার সুযোগ থাকে না। এ কারণেও একা ভ্রমণ নিরুৎসাহিত।

৪. শয়তানি কুমন্ত্রণা ও ভয়ভীতি বৃদ্ধি পেতে পারে

রাত হলো শয়তানের বিচরণের সময়।

নির্জনে একা মানুষ মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, শয়তান ভয় দেখাতে পারে, বিভ্রান্ত করতে পারে এবং নানা কুবাসনা মনে ঢুকিয়ে দিতে পারে। তাই রাসুলুল্লাহ (সা.) এদিক থেকেও সতর্ক করেছেন। 

৫. সফরে দলবদ্ধতা বরকতের কারণ

হাদিসে এসেছে, “جماعةً خيرٌ من واحد” —একাধিক ব্যক্তি একার চেয়ে উত্তম।
দলবদ্ধ ভ্রমণ নিরাপত্তা দেয়, মনোবল বাড়ায় এবং একে অপরের সাহায্য পাওয়া যায়। সফরের আদবেও দলগতভাবে চলার তাগিদ বারবার এসেছে।

হাদিসটি মূলত একটি নিরাপত্তাবিধি—জীবন, সম্পদ ও মানসিক শান্তি রক্ষার জন্য। এতে রয়েছে আল্লাহর রাসুলের কৃপাময় সতর্কতা, যাতে মুমিন কোনোরূপ বিপদে না পড়ে। এ শিক্ষা আজকের যুগেও সমানভাবে প্রযোজ্য—নির্জন রাস্তা, রাতের দীর্ঘ ভ্রমণ বা বিপজ্জনক স্থানে একা যাওয়া থেকে বিরত থাকা উত্তম।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102