উত্“চলো এক হই, পরিচিত হই বগুড়ার সেতুবন্ধনে”—এই স্লোগানকে সামনে রেখে উত্তরাস্থ বগুড়া ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে উত্তরা ৯ নম্বর সেক্টরের দ্য ক্যাসেল ইন রেস্টুরেন্টে এ আয়োজন হয়।
সভাটি আয়োজন করেন—
মোঃ রায়হান হোসেন, মোঃ এমদাদুল হক মিল্টন, মোঃ নূর নবী হোসেন, স্বাধীন আহমেদ, মোঃ জাকিরুল ইসলাম জাকির, মোঃ মামুনুর রশিদ মামুন, মোঃ ফরিদুল ইসলাম ফরিদ ও বাবু।
সভায় সভাপতির দায়িত্ব পালন করেন আয়োজক কমিটির সভাপতি মোঃ রায়হান হোসেন। তিনি বলেন,
“উত্তরায় বসবাসরত বগুড়াবাসীদের জন্য এই সোসাইটি একটি ঐক্যের প্ল্যাটফর্ম। উত্তরার প্রতিটি সেক্টরেই বগুড়ার মানুষ আছেন—কেউ আইনশৃঙ্খলা বাহিনীতে, কেউ ব্যবসায়ী, আবার কেউ চাকরিজীবী। আমরা যদি এই সংগঠনের মাধ্যমে একত্রিত থাকতে পারি, তাহলে যেকোনো প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ানো আরও সহজ হবে।”
আয়োজক কমিটির সদস্য মোঃ এমদাদুল হক মিল্টন বলেন,
“আমরা এখানে একটি পরিবারের মতো একে অপরের সাথে যুক্ত। বিপদে-আপদে পাশে থাকা এবং প্রবাসী বগুড়াবাসীর মাঝে ভ্রাতৃত্ব বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। উত্তরায় বিচ্ছিন্নভাবে থাকা বগুড়ার মানুষদের একসূত্রে আনার উদ্দেশ্যেই এই সোসাইটির পথচলা।”
আরেক সদস্য মোঃ নূর নবী হোসেন বলেন,
“উত্তরায় অনেক বগুড়াবাসী থাকলেও পারস্পরিক পরিচয়ের সুযোগ কম। এই সোসাইটির মাধ্যমে আমরা একে অপরকে জানতে, যুক্ত হতে ও সহযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে পারছি। এটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন; এখান থেকে আমরা সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করব।”
তিনি আশা প্রকাশ করেন যে, সকলের সহযোগিতা ও অংশগ্রহণে এই সংগঠন একটি শক্তিশালী সামাজিক প্ল্যাটফর্মে পরিণত হবে।
এছাড়াও উপস্থিত অন্যান্য সদস্যবৃন্দ উত্তরাস্থ বগুড়া ওয়েলফেয়ার সোসাইটির ভবিষ্যৎ পরিকল্পনা ও দিকনির্দেশনা তুলে ধরেন।