অনলাইনে আবেদনের পদ্ধতি- যে কেউ nomination.ncpbd.org ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফর্ম পূরণ ও জমা দিতে পারবেন।আর সরাসরি আবেদনের ক্ষেত্রে–মনোনয়ন আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে দুইভাবে।সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়। এনসিপির মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় ১০ সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে যোগাযোগ করে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে।