বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

‘লকডাউনের’ প্রতিবাদে ভাঙ্গায় বিএনপির বিক্ষোভ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ভাঙ্গা পৌর সদরে এ বিক্ষোভ করেন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে পৌর সদরের বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের করেন বিএনপির নেতাকর্মীরা। তাঁরা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।মিছিলে নেতৃত্ব দেন ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবাহান শামীম, ভাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার লিয়াকত মোল্লা, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাফর মুন্সি, বিএনপি নেতা মো. ওসমান মুন্সী, পৌর বিএনপির আলম মুন্সি, কৃষক দলের সাঈদ মুন্সি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102