বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নির্বাচনী পোস্টার না সরালে আমরা কঠোর হব : সিইসি বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার আড়াইটায় প্রধান উপদেষ্টার ভাষণ, কথা বলবেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন আপনার স্ত্রী কয়টা—সিরিয়ার প্রেসিডেন্ট আল-শারাকে ট্রাম্পের প্রশ্ন বোয়িংয়ের বিমান দুর্ঘটনায় নিহতের পরিবারকে ২৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ আ. লীগের লকডাউন ঠেকাতে হাসনাত আব্দুল্লাহই যথেষ্ট : নাসীরুদ্দীন ফেনীতে রেললাইন ও সড়ক অবরোধের নাশকতা প্রতিহত নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা তিতাস আটক বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বিশ্ববিখ্যাত আইসক্রিম ব্র্যান্ড ‘বাস্কিন-রবিনস’

চীনের তৃতীয় বিমানবাহী রণতরি নৌবাহিনীর কাছে হস্তান্তর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

চীনের নতুনতম বিমানবাহী রণতরিটি দীর্ঘ সমুদ্র পরীক্ষার পর আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। বিশেষজ্ঞরা বলছেন, এই রণতরি চীনের নৌবাহিনীকে নিজস্ব জলসীমার বাইরে আরো বিস্তৃতভাবে প্রভাব বিস্তার করতে সহায়তা করবে।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বুধবার প্রেসিডেন্ট শি চিনপিং দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের সানিয়া শহরে রণতরি ‘ফুজিয়ান’ পরিদর্শন করেন। এই রণতরির নামকরণ করা হয়েছে তাইওয়ানের বিপরীতে অবস্থিত চীনের উপকূলীয় প্রদেশ ফুজিয়ানের নামে।রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, চীনের নৌবাহিনী এবং বিমানবাহী রণতরি নির্মাণ ইউনিটের দুই হাজারের বেশি প্রতিনিধি কমিশনিং এবং পতাকা উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফুজিয়ান চীনের তৃতীয় বিমানবাহী রণতরি। ফুজিয়ান হলো, চীনের তৃতীয় বিমানবাহী রণতরি, তবে এটি দেশটির নিজস্বভাবে নকশা ও নির্মিত প্রথম রণতরি।এই জাহাজটি চীনের প্রথম দুটি রাশিয়ান-পরিকল্পিত রণতরি লিয়াওনিং এবং শানডংয়ের তুলনায় অনেক বেশি কার্যকর নৌ-অস্ত্র হিসেবে বিবেচিত হবে।যেগুলো ছোট এবং বিমান উৎক্ষেপণের জন্য র‍্যাম্পের ওপর নির্ভর করে।সমতল ফ্লাইট ডেক এবং ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপাল্টযুক্ত এই রণতরি, ফুজিয়ানকে আরো বেশিসংখ্যক ও ভারী অস্ত্রসজ্জিত যুদ্ধবিমান বহনের সক্ষমতা দেবে। এটি বর্তমানে শুধু মার্কিন নৌবাহিনীর সর্বাধুনিক ফোর্ড-শ্রেণির রণতরিগুলোতেই রয়েছে।সমুদ্র পরীক্ষার সময় চীনা নৌবাহিনী তাদের নতুন রণতরিতে জে-৩৫ স্টেলথ ফাইটার, একটি সতর্কীকরণ বিমান কেজে-৬০০ এবং বিদ্যমান জে-১৫ যুদ্ধবিমান উড্ডয়ন করিয়েছে।ফুজিয়ানের নিজের গোয়েন্দি বিমান থাকার কারণে এটি আগের দুটি রণতরির মতো লিয়াওনিং বা শানডংয়ের ওপর নির্ভর করবে না। এর ফলে এটি দূরের সমুদ্রে থেকেও সহজে অভিযান চালাতে পারবে এবং তার আধুনিক যুদ্ধবিমানগুলোকে আরো দূরে পাঠাতে সক্ষম হবে।দক্ষিণ চীন সাগরে আঞ্চলিক দাবি ও তাইওয়ানের সাথে উত্তেজনা বাড়ার পরিপ্রেক্ষিতে, চীনের নতুন বিমানবাহী রণতরি ফুজিয়ানের কমিশনিং সামরিক আধুনিকীকরণ এবং এই অঞ্চলে তাদের সামুদ্রিক শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি প্রেসিডেন্ট শি চিনপিংয়ের একটি কৌশলগত প্রচেষ্টা, যা বেইজিংকে শক্তিশালী করতে সাহায্য করবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102