রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন

বাংলা ঘেঁষা নির্মাতার ছেলে এখন নিউইয়র্ক সিটির মেয়র!

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
ভারতীয় চিত্রপরিচালক মীরা নায়ার আর উগান্ডা থেকে আমেরিকায় আসা ভারতীয় বংশোদ্ভূত লেখক-শিক্ষাবিদ মাহমুদ মামদানির একমাত্র সন্তান হলেন জোহরান কে মামদানি। বাবার দিক থেকে তার বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচয়ের কোনো সুযোগ না থাকলেও মা মীরা নায়ার যে সেটা কড়ায়-গন্ডায় পুষিয়ে দিয়েছেন, সেটা মনে করার যথেষ্ঠ কারণ আছে।সিভিল সার্ভেন্ট বাবা ও সমাজকর্মী মায়ের কন্যা মীরা নায়ারের জন্ম, বেড়ে ওঠা ও স্কুলের পড়াশোনা বাংলা লাগোয়া ওড়িশাতেই, যেখানে তার অনেক বাঙালি বন্ধুবান্ধব ছিল। তার নিজের গানের শিক্ষকও ছিলেন একজন বাঙালি।মুম্বাইয়ের পথশিশুদের নিয়ে তৈরি, ১৯৮৮তে মুক্তি পাওয়া ‘সালাম বোম্বে’ ছবির সূত্র ধরেই মীরা নায়ার আন্তর্জাতিক পরিচিতি পান। সেরা বিদেশি ছবির ক্যাটেগরিতে হিসেবে সালাম বোম্বে সেবার অস্কার, বাফটা ও গোল্ডেন গ্লোব – সবগুলো অ্যাওয়ার্ডেই নমিনেশন জিতেছিল।ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ‘গোল্ডেন লায়ন’ ও কানে ‘ক্যামেরা ডি’ওর’ জেতা এই পরিচালক ‘মিসিসিপি মসালা’ ও ‘মনসুন ওয়েডিং’-এর মতো অনেক কাল্ট মুভি বানিয়েছেন – তবে বাঙালি দর্শক তাকে মনে রেখেছে মূলত নেমসেক ছবিটির জন্যই!ঝুম্পা লাহিড়ীর একই নামের বইটি অবলম্বনে যখন মীরা নায়ার ‘নেমসেক’ বানান, তখন গল্পের অভিবাসী বাঙালি দম্পতি অশোক ও অসীমা গাঙ্গুলির ভূমিকায় অভিনয় করেছিলেন যথাক্রমে ইরফান খান ও টাবু।বলিউডের অবাঙালি তারকা টাবু ও ইরফানকে আমেরিকা-প্রবাসী বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতে ও উচ্চারণে বাংলা অ্যাকসেন্ট আনতে তাকে যে কত রকম কসরত করতে হয়েছিল, সে গল্পও মীরা নায়ার নিজেই বিভিন্ন জায়গায় বলেছেন।বাঙালি সংস্কৃতির প্রতি তিনি যে অন্যরকম একটা টান অনুভব করেন, মীরা সেটাও জানিয়েছেন বিভিন্ন সাক্ষাতকারেই।অথচ ‘নেমসেক’ ছবিটা হয়তো মীরা নায়ারের বানানোই হতো না – যদি না এর পেছনে তার কিশোর ছেলে জোহরানের একটা বড় ভূমিকা থাকতো!২০১৮ সালে জয়পুর লিটারেচার ফেস্টিভ্যালে সাংবাদিক বীর সাংভি-কে দেওয়া এক সাক্ষাতকারে মীরা নায়ার জানিয়েছিলেন, তিনি যখন নেমসেক বানানোর পরিকল্পনা শুরু করেছেন – ঠিক তখনই বিখ্যাত হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজির পঞ্চম পর্ব ‘অর্ডার অব দ্য ফিনিক্স’ মুভিটা পরিচালনার প্রস্তাব আসে তার কাছে।যথারীতি সেটা খুবই মোটা অঙ্কের লোভনীয় প্রস্তাব ছিল – আর দ্বিধান্বিত মা নিজের ছেলের কাছেই জিজ্ঞেস করেন, তার কোন কাজটা করা উচিত হবে।সেটা ২০০৭ সাল।জোহরান মামদানির বয়স তখন মাত্রই চোদ্দ – এবং সে নিজেই পটার সিরিজের বিরাট ভক্ত – কিন্তু মা’কে সে না কি বলেছিল, “আরও অনেক ভালো ভালো পরিচালক আছেন যারা হ্যারি পটার বানাতে পারবেন – কিন্তু নেমসেক একজনই বানাতে পারবে, আর সেটা তুমি!” আর এভাবেই শেষ পর্যন্ত সেলুলয়েডের পর্দায় প্রাণ পেয়েছিল নেমসেক।নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী সেই জোহরান মামদানি। যার কারণে নির্মিত হয়েছিল নেমসেক। জোহরানের নির্বাচিত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিক্রিয়া জানালেন তাঁর মা ভারতীয়-আমেরিকান চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102