শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বিএনপির ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: এম কফিল উদ্দিন আহমেদ খেলাধুলার চর্চার মধ্য দিয়েই গড়ে উঠবে মাদকমুক্ত ও সুস্থ জাতি : আমিনুল হক বিমানবন্দর এলাকায় সাধারণ মানুষের সমস্যা সমাধানে উঠান বৈঠক করলেন বিএনপি নেতা মোস্তফা জামান আমরা চাই মানুষ তার প্রাপ্য অধিকার ফিরে পাক: মোস্তফা জামান আমি ঢাকা-১৮ আসনের উন্নয়নে কাজ করতে চাই: এম কফিল উদ্দিন আহমেদ টাইফয়েড জ্বর কীভাবে ছড়ায়? কিভাবে টিকা নিবেন? ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেতে পারেন মারওয়ান বারগুতি টাইফয়েড জ্বর কতটা মারাত্মক? টিকা কোথায় পাবেন? সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই ১২ অক্টোবর থেকে শুরু টাইফয়েড টিকা কার্যক্রম

ডেমুর ব্যর্থতার পরও চীনা ইঞ্জিনেই ভরসা!

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

পূর্বের ব্যর্থ ডেমু প্রকল্পের অভিজ্ঞতা সত্ত্বেও বাংলাদেশ রেলওয়ে এবার নতুন করে চীনা মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক ইঞ্জিন আনার পরিকল্পনা করেছে। চীন সরকারের অনুদান ও বাংলাদেশ সরকারের অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের প্রাথমিক প্রস্তাব অনুযায়ী প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১,৭২৩ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার বহন করবে ৪৯৮ কোটি ৬৯ লাখ টাকা এবং চীন দেবে ১,২২৫ কোটি ৬ লাখ ১০ হাজার টাকার অনুদান। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে জুলাই ২০২৫ থেকে জুন ২০২৯ পর্যন্ত।

বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ১৭৪টি মিটারগেজ ইঞ্জিনের মধ্যে ১২৪টির বয়স ২০ বছরের বেশি এবং ৬৮টির বয়স ৪০ বছরেরও বেশি। পুরনো ইঞ্জিনগুলোর রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি খুচরা যন্ত্রাংশের সংকটও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নতুন ইঞ্জিন আনার মাধ্যমে রেল পরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে সরকার।

তবে রেলওয়ে বিশেষজ্ঞরা বলছেন, চীনে মিটারগেজ ব্যবস্থার প্রচলন না থাকায় প্রযুক্তিগত সামঞ্জস্যতা নিয়ে আশঙ্কা থেকে যাচ্ছে। তারা নতুন ইঞ্জিন আনার আগে ফিজিবিলিটি স্টাডি ও প্রযুক্তিগত পরীক্ষা জরুরি বলে মত দিয়েছেন।

লোকোমাস্টার ও শ্রমিক সংগঠনগুলোও বলছে, অতীতে দক্ষিণ কোরিয়া থেকে আনা ইঞ্জিনগুলো অল্প সময়ের মধ্যেই সমস্যায় পড়ে। তাই নতুন ইঞ্জিন আনার সময় পার্টস সরবরাহ, প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা জরুরি।

রেলপথ মন্ত্রণালয়ের এক বৈঠকে পার্টস সরবরাহ, দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ পরিকল্পনা এবং সম্ভাব্যতা যাচাইয়ের তথ্য প্রকল্পে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। ইআরডির মাধ্যমে চীন সরকারের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের প্রক্রিয়াও শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102