শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ন

এনসিপি নেতার ছবি নিয়ে সামাজিক মাধ্যমে অপ-প্রচার

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি নেতা মাহিন তালুকদারের ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ-প্রচার চালাচ্ছে একটি মহল।

গতকাল (বৃহস্পতিবার) এয়ারপোর্ট ভিআইপি টার্মিনালে এনসিপি নেতাকর্মীদের সাথে সাংবাদিকদের কথাকাটাকাটি ও এক পর্যায়ে সংবাদ বয়কটের ঘটনাকে কেন্দ্র করে এই অপ-প্রচার চালানো হচ্ছে বলে জানা গেছে।

আর এ নিয়ে ঢাকা মহানগর উত্তরের এনসিপি নেতা এম এ মান্নান তালুকদার মাহিনের একটি ফটোকার্ডকে ঘিরে এই অপ-প্রচার চালানো হচ্ছে।

জানা যায়, গণমাধ্যমকর্মীদের সেদিনের সংবাদ বয়কটের ঘটনায় একটি বেসরকারি টেলিভিশন মাহিন তালুকদার ছবি দিয়ে ফটোকার্ড বানায়। পরবর্তীতে ফটোকার্ডটি পোস্ট করলে সমালোচনার সৃষ্টি হয়। কেননা, ঘটনার সময় মাহিম তালুকদার তর্কে যুক্ত থাকা নেতাকর্মীদের থামাতে চেষ্টা করছিলেন। বিষয়টি একাধিক টিভি চ্যানেলের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে। তবে পরবর্তীতে মাহিম তালুকদারের ছবিকেই বিতর্কিতভাবে উপস্থাপন করায় এ নিয়ে একটি মহল অপ-প্রচারে সুযোগ পেয়ে বসেছে।

ওই ঘটনায় প্রত্যক্ষদর্শী একাধিক সংবাদকর্মী জানায়, সাংবাদিকদের সঙ্গে মাহিন তালুকদারের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বরং ঘটনাস্থলে উভয় পক্ষকে শান্ত করতে তিনি চেষ্টা করেছেন।

এ বিষয়ে মাহিন তালুকদার জানান, যারা সত্য না জেনে আমার ছবি নিয়ে অপপ্রচার করছে নিঃসন্দেহ তারা ঈর্ষান্বিত হয়েছে এমনটি করছে। তবুও তাদের বলতে চাই, আসুন এনসিপিকে শক্তিশালী করতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। তাহলে জুলাইয়ের শহিদদের আত্মা শান্তি পাবে।

উল্লেখ্য, গতকাল সকালে যুক্তরাষ্ট্র থেকে এনসিপির আখতার হোসেন ও তাসনিম জারা বাংলাদেশে আসাকে কেন্দ্র করে তাদেরকে বরণ করে নিতে বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে উপস্থিত হয় উত্তরাসহ আশপাশে প্রায় কয়েকশ এনসিপি নেতাকর্মীরা। এ সময় স্লোগান দেয়াকে কেন্দ্র করে সাংবাদিকদের সাথে কয়েকজন এনসিপি কর্মীর কথা কাটাকাটি হয়। এ নিয়ে পরবর্তীতে সাংবাদিকরা এনসিপির কভারেজ বয়কট করে ঘটনাস্থল ত্যাগ। অনাকাঙ্খিত এ ঘটনায় প্রেস বিবৃতি জানিয়ে দুঃখ প্রকাশ করেছে এনসিপি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102