সন্দ্বীপে ভিমরুলের কামড়ে প্রাণ গেল বৃদ্ধের, আহত ২
অনলাইন ডেক্স রির্পোট
-
আপডেট টাইম:
বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের সন্দ্বীপে ভিমরুলের কামড়ে চৌধুরী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে বসতঘরের বাইরে টয়লেটে গেলে তিনি ভিমরুলের আক্রমণের শিকার হন। এ সময় তার আর্তচিৎকার শুনে তার স্বজনরা এগিয়ে গেলে তারাও ভিমরুলের কামড়ে আহত হন।আহতদের স্থানীয় স্বর্ণদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।পরে হাসপাতালে নেওয়ার পথে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। নিহত সন্দ্বীপ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মুহুরী বাড়ির বাসিন্দা শফি উল্যার ছেলে।স্বর্ণদ্বীপ বেসরকারি হাসপাতালের ম্যানেজার আকবর হোসাইন জানান, আজ সকাল ১০টার দিকে আহত তিন জনকে হাসপাতালে আনা হয়।হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. সেলিম রেজা বলেন, ‘বিষাক্ত ভিমরুলের কামড়ে আহতদের মধ্যে চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জরুরীভাবে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেই।বাকি দুজনের অবস্থা আশঙ্কামুক্ত।’নিহত চৌধুরীর ভাতিজা আবুল হাশেম বলেন, ‘আজ বুধবার সকাল ৮টার দিকে তিনি ঘর থেকে বের হয়ে টয়লেটে গেলে কালো ভিমরুলের আক্রমণের শিকার হন। এ সময় তার চিৎকার শুনে তার স্বজনরা এগিয়ে যান। তারাও কয়েকজন আক্রমণের শিকার হন।পরে সবাইকে স্থানীয় স্বর্ণদ্বীপ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চৌধুরীর অবস্থা গুরুতর হওয়ায় দুপুর ১২টার দিকে তাকে চট্টগ্রামে নেওয়ার পথে মারা যান।’
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..