বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপি প্রতিষ্ঠার ঘোষণা দিলেন বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশের খেলাধুলার ভুবনে যুগান্তকারী ঘোষণা দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে প্রতিটি অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের জন্য সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ শিক্ষা, খেলাধুলা ও পারিবারিক দায়িত্বভার বহন করা হবে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উত্তরার ১১ নম্বর সেক্টর মাঠে এক ক্ষুদে ফুটবল প্রতিভা রিয়াদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ঘোষণা দেন। ফেরি করে বেলুন বিক্রি করা মাত্র ১১ বছর বয়সী রিয়াদের অসাধারণ ফুটবল প্রতিভা দেখে অভিভূত হন বিএনপি নেতা। এ সময় তিনি রিয়াদের হাতে ফুটবল, বুট, জার্সি এবং তার বাবার হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন।আমিনুল হক বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিয়াদের পড়াশোনা ও খেলাধুলার জন্য প্রতিমাসে একটি আর্থিক অনুদান তার পরিবারের কাছে পৌঁছে যাবে। রিয়াদ স্বাবলম্বী না হওয়া পর্যন্ত বিএনপি তার এবং তার পরিবারের পাশে থাকবে, ইনশাল্লাহ।তিনি আরও জানান, বিএনপি দেশব্যাপী প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার জন্য একটি বিশেষ উদ্যোগ নিতে যাচ্ছে। বিভিন্ন অঞ্চলের ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, দাবা, সাঁতার ও আর্চারিসহ নানা ইভেন্টের খেলোয়াড়দের ছোট ভিডিও ফুটেজ পাঠাতে উৎসাহিত করা হবে। সেখান থেকে সেরা প্রতিভাবানদের বাছাই করে পুরস্কৃত করা হবে এবং আন্তর্জাতিক মানে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।আমিনুল হক দৃঢ়তার সঙ্গে বলেন,বাংলাদেশের ক্রীড়াঙ্গনের পরিবর্তনের মাধ্যমে আমরা একটি সামাজিক পরিবর্তন আনতে চাই। তরুণ সমাজকে মাঠমুখী করে একটি মাদকমুক্ত সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে চাই। ডিভাইসে আসক্ত নতুন প্রজন্মকে খেলাধুলায় ফিরিয়ে এনে জাতির ভবিষ্যৎকে আমরা আরও শক্তিশালী করব।তিনি বলেন, বিএনপির নতুন কর্মসূচি”নতুন কুড়ি স্পোর্টস”- যার মাধ্যমে রিয়াদ, সোহানের মতো লুকানো প্রতিভাবান খেলোয়াড়দের একত্রিত করে একটি গুণগত সামাজিক পরিবর্তন জাতির সামনে তুলে ধরা হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, মুহাম্মদ আফাজ উদ্দিন এবং নির্বাহী সদস্য, সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102