শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন

বিদ্যুৎ বিল বকেয়া, অন্ধকারে ২৩ জেলার প্রবেশদ্বার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২৫৮ বার পঠিত

৩১ লাখ টাকা বিদ্যুৎ বিল বাকি থাকায় পদ্মা সেতুর ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরসহ ফ্লাইওভারগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। ৬ জুন থেকে ইন্টারচেঞ্জ এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মহাসড়কের ভাঙ্গা উপজেলার ইন্টারচেঞ্জের ভাঙ্গা গোলচত্বর, বগাইল ওভারব্রিজ ও মালিগ্রাম ওভারব্রিজে প্রায় দেড় মাস বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বকেয়া বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে।

দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২৩টি জেলার এ প্রবেশদ্বারটি রাত হলেই ভূতুড়ে এলাকায় পরিণত হচ্ছে। এতে ছিঁচকে চোর থেকে শুরু করে ছিনতাইসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে।

স্থানীয় ফুচকা ও আইসক্রিম বিক্রেতা খবির শেখ বলেন, ‘বিকেল থেকে রাত পর্যন্ত ভালোই বেচা-বিক্রি হতো।

এ কারণে চুরি-ছিনতাইয়ের শঙ্কায় লোকসমাগম আর নেই।’স্থানীয় বাসিন্দা সোহাগ মাতুব্বর বলেন, বিদ্যুৎ সংযোগ বিছিন্ন থাকায় ভাঙ্গা গোলচত্বরের সেই জৌলুস আর নেই। স্থানীয় ও দূর-দূরান্তের দর্শনার্থীরা এলেও সন্ধ্যা নামার আগেই স্থান ত্যাগ করেন।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি (ওজোপাডিকো) ভাঙ্গার আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান বলেন, সড়ক ও জনপথ বিভাগের (মুন্সীগঞ্জ) কাছে বিদ্যুৎ বিলের প্রায় ৩১ লাখ টাকা বিল বকেয়া পড়েছে। বকেয়া বিলের টাকা পরিশোধের জন্য একাধিকবার জানানো হয়েছে।

এ ব‌্যাপা‌রে সড়ক ও জনপথের (শ্রীনগর-মুন্সীগঞ্জ) উপবিভাগীয় প্রকৌশলী মো. শহিদুল ইসলাম বলেন, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ইন্টারচেঞ্জে অনেক টাকা বিদ্যুৎ বিল বকেয়া হয়েছে। কিন্তু কী করব? এত টাকা বিল পরিশোধের জন্য তহ‌বি‌লে নেই।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম জানান, ভাঙ্গা ইন্টারচেঞ্জ গুরুত্বপূর্ণ একটি এলাকা। ২৩ জেলার প্রবেশদ্বার। তাই আইন-শৃঙ্খলা রক্ষাসহ সকল ক্ষেত্রে সার্বক্ষণিক বিদ্যুৎ সচল থাকা খুবই জরুরি। ঈদের আগে ও পরে ছোটখাটো কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এটা ঠিক। তবে এলাকায় পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিম উদ্দিন রুবেল বলেন, ‘বিষয়টি জানার পর আমার পক্ষ থেকে যা করণীয় তা করা হয়েছে। জেলা প্রশাসনের সমন্বয় সভায় সংশ্লিষ্ট দপ্তরকে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য অনুরোধ করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102