ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) মনোনীত ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেনের পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১২ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে খালপাড় কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে শোডাউন শুরু হয়ে উত্তরা ১২ নম্বর সেক্টরের বিভিন্ন সড়ক, ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজার ও সোনারগাঁও জনপদ সড়ক অতিক্রম করে জমজম টাওয়ার সংলগ্ন চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
পথসভায় হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন বলেন, “ঢাকা-১৮ আসনবাসীর দীর্ঘদিনের অবহেলিত সমস্যা সমাধান করাই হবে আমার প্রধান কর্তব্য। নির্বাচিত হলে আধুনিক ও উন্নত ঢাকা-১৮ গড়ে তুলতে কাজ করবো।”
তিনি ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, পানি ও বিদ্যুৎ সংকট নিরসন, সড়ক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন। তরুণদের জন্য কারিগরি শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী আলহাজ্ব আলাউদ্দিন সাবেরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ তুরাগ থানা উত্তর সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম আজম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, পশ্চিম থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জিয়াউর রহমান, তুরাগ থানা দক্ষিণ সভাপতি মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।