বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন

প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন আফাজ

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে রোগীদের জন্য হুইলচেয়ার প্রদান করেছেন মোহাম্মদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আফাজ উদ্দিন। বৃহস্পতিবার দুপুর ২টায় আয়োজিত এই অনুষ্ঠানে তিনি নিজ হাতে হুইলচেয়ারগুলো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মিজানুর রহমান এ মানবিক অবদানের জন্য মোঃ আফাজ উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “হাসপাতাল রোগীসেবায় প্রতিনিয়ত ব্যস্ত থাকে। এ ধরনের সহযোগিতা রোগীদের জন্য যেমন তাৎক্ষণিক সহায়তা, তেমনি ভবিষ্যতের উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা আশা করি, এই ধারা অব্যাহত থাকবে।”

কনসালটেন্ট ও সার্জারি বিভাগের প্রধান ডা. মোঃ নাহিদ শিকদারসহ হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

হুইলচেয়ার হস্তান্তরের পর মোঃ আফাজ উদ্দিন বলেন,
“মানুষের সেবাই আমাদের রাজনীতির মূল চালিকা শক্তি। বর্তমানে কুয়েত মৈত্রী হাসপাতালে দুটি শাখায় যথাক্রমে ২১০টি ও ৪৫০টি শয্যা রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে এই শয্যাসংখ্যা এক হাজারে উন্নীত করা হবে এবং পরবর্তীতে এটিকে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তর করা হবে। আজকের এ ছোট উদ্যোগ কেবল সূচনা। জনগণের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান অঙ্গীকার।”

তিনি আরও বলেন, “এ হাসপাতাল শুধু চিকিৎসার কেন্দ্র নয়, অসহায় মানুষের শেষ ভরসাস্থল। আমরা চাই জনগণ চিকিৎসার অধিকার পাবে, অবহেলা নয়। তাই ক্ষমতায় এসে স্বাস্থ্যখাতকে পুনর্গঠনের জন্য দৃঢ় পদক্ষেপ নেয়া হবে।”

অনুষ্ঠানে বিএনপির অন্যান্য নেতাকর্মী, হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা এবং সাধারণ রোগী-স্বজনরাও উপস্থিত ছিলেন। মানবিক সহায়তা ও রাজনৈতিক অঙ্গীকারের সমন্বয়ে আয়োজিত এ উদ্যোগ রোগীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102