শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

২৪ বছর পর খুলনায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

দীর্ঘ ২৪ বছর পর খুলনায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী সফরের অংশ হিসেবে আগামী সোমবার (২রা ফেব্রুয়ারি) তিনি খুলনায় আগমন করবেন। এ খবরে খুলনা জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
বিএনপির চেয়ারম্যানের খুলনায় আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। তিনি জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে খুলনার খালিশপুরের প্রভাতি স্কুল মাঠে এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ সফল করতে দলীয়ভাবে বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী প্রস্তুতি কার্যক্রম চলমান রয়েছে।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, আগামী সোমবার প্রায় ২৪ বছর পর খুলনার মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির শীর্ষ এই নেতা। তার আগমনকে স্মরণীয় করে রাখতে স্বতঃস্ফূর্তভাবে মাঠ পর্যায়ে নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছেন। পোস্টার, ব্যানার, মিছিল ও সাংগঠনিক বৈঠকের মাধ্যমে সমাবেশ সফল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি বলেন, দীর্ঘ সময় পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খুলনায় আসছেন—এই খবরে জেলা ও মহানগর বিএনপি তাৎক্ষণিকভাবে আলোচনা সভায় বসে। আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করছি। তিনি আরও বলেন, নেতাকর্মীরা তাকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দীর্ঘদিন পর এমন একটি আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। খুলনা জেলা বিএনপির নেতৃত্বে লক্ষাধিক নেতাকর্মী এই জনসমাবেশে অংশ নেবে। পাশাপাশি অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থাকবেন।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নগর ও জেলা বিএনপি সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। খালিশপুরের প্রভাতি স্কুল মাঠে অনুষ্ঠিতব্য এই জনসমাবেশে প্রায় ৫ থেকে ৬ লক্ষ নেতাকর্মী উপস্থিত হতে পারে বলে আমরা আশাবাদী।
উল্লেখ্য, এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তারেক রহমান খুলনায় এসেছিলেন। দীর্ঘ বিরতির পর তার এই আগমন খুলনার রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

বিশেষ প্রতিনিধি: ফাহিম ইসলাম

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102