নির্বাচনী সমাবেশে বক্তব্য দিতে ২২ বছর পর রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহী নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তিনি।
এদিকে সমাবেশ উপলক্ষে রাজশাহী সদর আসনের প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমানের মিনু জানিয়েছেন, মাদরাসা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরী এবং চারটি জেলা আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরো বলেন, ‘আমাদের চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ তার দিকে তাকিয়ে আছে। দেশ চরম বিপদ থেকে একটি গণতান্ত্রিক পক্ষে যাওয়ার মধ্য দিয়ে তারেক রহমান তিনি দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ করেন। আমি বিশ্বাস করি, সমাবেশের মধ্য দিয়ে মহাজনসমুদ্রে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ধানের শীষের দুর্গ রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠ শত শত বছরের প্রাচীন, সেই মাঠের এই সভা আগামী ইতিহাসে লেখা থাকবে। যে সর্বকালের সর্ববৃহৎ জনসমুদ্র যা রাজশাহী মাদরাসা মাঠ হয়ে পুরো মহানগরব্যাপী একটি জনসমুদ্রের রূপ লাভ করবে।