বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য আয়োজিত হয়েছে ‘চাকরি মেলা ২০২৬ দুর্গাপুরে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল টঙ্গীর মেইল গেইটের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. কামাল হোসেন আর নেই স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের সোহরাওয়ার্দীতে ভুল ইঞ্জেকশনে শিশুর মৃত্যু, অভিযুক্ত নার্স পলাতক একটি দল নানাভাবে জনগণকে বিভ্রান্ত করছে: নজরুল ইসলাম খান বিএনপির কেউ দুর্নীতি ও চাঁদাবাজি করলে তাকেও পুলিশে ধরিয়ে দিতে হবে: শামা ওবায়েদ বাকহীন বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন: হাসনাত আবদুল্লাহ ‘আমি যতদিন এমপি ছিলাম, ততদিন উপজেলা ছাত্রদল সভাপতি জেলে ছিল’ ১৭ বছর বড় বড় গল্প শুনেছি, সমস্যার সমাধান দেখিনি: তারেক রহমান

বিএনপির সঙ্গে জামায়াতের সংঘর্ষ ও হামলা, আহত ৪৫ জন

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

ফেসবুকে না ভোটের স্ট্যাটাসকে কেন্দ্র করে শরীয়তপুরের নড়িয়ায় বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন। সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১২ জন। নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতের মিছিলে হামলায় ৮ জন আহত হন। চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যানার টানাতে গিয়ে জামায়াতের হামলায় দুই বিএনপি কর্মী আহত হয়েছেন। বগুড়ার শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনি অফিসে হামলা চালিয়ে দলটির তিন নেতাকর্মীকে আহত করার অভিযোগ উঠেছে। এছাড়া নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ- 

শরীয়তপুর: আহতদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার নড়িয়া উপজেলার ভোজশ্বের ইউনিয়নের জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভোজেশ্বর পুলিশ ফাঁড়ির রফিকুল ইসলাম বলেন, ফেসবুকে ‘না’ ভোটের স্ট্যাস্টাস নিয়ে দুই পক্ষের মারামারি হয়েছে। এখনো মামলা হয়নি।

জানা যায়, সংঘর্ষের কারণে শরীয়তপুর-২ (নড়িয়া-সখীপুর) আসনের ভোটারদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। জেলা জামায়াতের নায়েবে আমির মকবুল হোসাইন বলেন, আমাদের নেতাকর্মীদের ওপর বিএনপির লোকজন অন্যায়ভাবে হামলা করেছে। শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার বলেন, ফেসবুকে জামায়াত কর্মীরা আমাদের কর্মীদের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছে।

সিরাজগঞ্জ: সোমবার রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর ইছা গ্রামে সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, ছাত্রদলের কিছু নেতাকর্মী ধানের শীষের মিছিল করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে জামায়াতের মিছিল আসছিল। মিছিল ক্রসিংয়ের সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, জামায়াত নির্বাচন বানচালের অপচেষ্টা করছে। তারা মিছিলে হামলা চালিয়ে ছাত্রদলের ছয়জনকে আহত করেছে। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, বিএনপির ছেলেরা অতর্কিত হামলা চালায়। নিজেদের আÍরক্ষার্থে মিছিলে থাকা কিছু লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তাদের অন্তত ৫-৬ জন আহত হন। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত।

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে জামায়াতের মিছিলে বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার উপজেলার গোপালদী পৌরসভার মোল্লার চর এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিএনপি নেতাকর্মীরা বলছেন, জামায়াতের নারী কর্মীরা গ্রামে ঢুকে নারীদের কাছ থেকে এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছিল। বিএনপির কর্মীরা গিয়ে তাদের এসব না করার জন্য বলে। কিন্তু শিবির কর্মীরা তাদের সঙ্গে তর্কে জড়ালে ধাক্কাধাক্কি হয়।

আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া জানান, জামায়াত একটি মিথ্যাবাদী দল। তারা মিথ্যা কথা ছড়াচ্ছে। জামায়াত প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা বলেন, এই ধরনের ঘটনা কাম্য নয়। আমরা প্রশাসনের কাছে বিচার চাই। আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন জানান, অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বগুড়া: বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামানের নির্বাচনি কার্যালয়ে হামলা চালিয়ে জামায়াতের তিন নেতাকর্মীকে আহত করা হয়েছে। হামলার জন্য বিএনপির লোকজন জড়িত। মঙ্গলবার বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন শাখার আমির মোফাজ্জল হোসেন এ অভিযোগ করেন।

চট্টগ্রাম: চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের ব্যানার ও ফেস্টুন টানাতে গিয়ে জামায়াতের কর্মী-সমর্থকদের হামলায় দুই বিএনপি কর্মী আহত হয়েছেন। মঙ্গলবার সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মোস্তফা আমিন বলেন, জামায়াতের কর্মীরা হামলা করেছেন। আশা করছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেবেন। সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোছাঈন বলেন, জামায়াতের কর্মী-সমর্থকরা এ ঘটনার সঙ্গে জড়িত নন।

নেত্রকোনা: নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) বিএনপির সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম হিলালী এবং স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়ার সমর্থকদের মধ্যে পালটাপালটি হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের জল্লি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের দাবি, তাদের প্রচারণা চলাকালে বিএনপি প্রার্থীর সমর্থকরা প্রথমে হামলা চালায়। বিএনপি প্রার্থীর সমর্থকদের দাবি, স্বতন্ত্র প্রার্থীর লোকজন লিফলেট বিতরণের সময় ভোটারদের টাকা দেওয়া হচ্ছিল। প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয়।

বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম হিলালী ও স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া জানান, তারা ময়মনসিংহে দলের চেয়ারম্যান তারেক রহমানের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বিষয়টি তারা শুনেছেন। তারা একে অপরের সমর্থকদের দোষারোপ করেন।

ভালুকায় নির্বাচনি সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীসহ ৫ শতাধিক কর্মী-সমর্থকের নামে মামলা : ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ভালুকায় নির্বাচনি সহিংসতার ঘটনায় স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমসহ ১৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ জনের নামে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রুহুল আমীন মাসুদ বাদী হয়ে ভালুকা মডেল থানায় সোমবার রাতে মামলা করেছেন। মামলায় হত্যাচেষ্টা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। রোববার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কানার মার্কেট, বাটাজোড় বাজার ও হবিরবাড়িতে মারামারির ঘটনা ঘটে। সন্ধ্যায় মোর্শেদ আলমের লোকজন উপজেলা বিএনপি অফিসসহ আশপাশের দোকানপাট ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে। ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, নির্বাচনি সহিংসতার ঘটনায় মামলা হয়েছে। আরেকটি মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102