মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন

২ পুলিশ কর্মকর্তাকে হুমকি, ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব ইতালির

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরের কাছে দুই পুলিশ কর্মকর্তাকে বন্দুকের মুখে হুমকি দেওয়ার ঘটনায় সোমবার রোমে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করেছে ইতালি সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জেরুজালেমে ইতালির কনস্যুলেট জেনারেলে কর্মরত দুই কারাবিয়েনেরি কর্মকর্তা রামাল্লাহর কাছে ফিলিস্তিনি ভূখণ্ডে থামানো হয়। ধারণা করা হচ্ছে, একজন বসতি স্থাপনকারী স্বয়ংক্রিয় রাইফেলের মুখে তাদের হুমকি দেয়।

বিবৃতিতে আরো জানানো হয়, রবিবারের এই ঘটনার বিষয়ে ইতালির তীব্র প্রতিবাদ জানাতে এবং ঘটনার ব্যাখ্যা জানতে পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির অনুরোধে ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।পরবর্তী এক বিবৃতিতে বলা হয়, ইতালীয় কর্তৃপক্ষ ইসরায়েলি রাষ্ট্রদূতের কাছে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি পশ্চিম তীরে সহিংস বসতি স্থাপনকারীদের আচরণ নিয়ে ইতালি সরকারের গভীর উদ্বেগও পুনর্ব্যক্ত করা হয়েছে।

মন্ত্রণালয় আরো জানায়, তেল আবিবে অবস্থিত ইতালির দূতাবাসও এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে।

কারাবিনিয়েরি হলো, ইতালির একটি বিশেষ সামরিক আইন প্রয়োগকারী বাহিনী। ২০০০ সাল থেকে এটি সশস্ত্র বাহিনীর একটি স্বতন্ত্র শাখা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102