মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

ফ্যাসিবাদের সহযোগীরাই ‘হ্যাঁ’ ভোটের বিরোধিতা করছে : উপদেষ্টা আদিলুর

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
গণ-অভ্যুত্থানে পরাজিত শক্তি ও ফ্যাসিবাদের সহযোগীরাই আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেছেন, দেশের সাধারণ জনগণ ও জনতার প্রবল জোয়ার ‘হ্যাঁ’ ভোটের পক্ষেই রয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরির সামনে ‘৩৬ জুলাই যোদ্ধা’ স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। এর আগে রংপুরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই একটি নতুন রাজনৈতিক বাস্তবতার জন্ম হয়েছে। এই গণ-অভ্যুত্থানের চেতনার ধারাবাহিকতায় গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে।”

তিনি আরো বলেন, “যারা গণ-অভ্যুত্থানের সময় জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, যারা ফ্যাসিবাদী শক্তিকে সহযোগিতা করেছে, তারাই আজ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিরোধিতা করছে। কিন্তু দেশের মানুষ সেই ষড়যন্ত্র ভালোভাবেই বুঝে গেছে।

 

আদিলুর রহমান খান আশা প্রকাশ করে বলেন, ‘আসন্ন গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে।

তিনি আরো বলেন, গণভোট শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি জনগণের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দেশের মানুষ উন্নয়ন, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে রায় দেবে— এ বিষয়ে আমরা আশাবাদী।

এসময় তিনি প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপদেষ্টা আদিলুর রহমান খান জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বলেন, তাদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক অগ্রযাত্রা কোনোভাবেই ব্যাহত হতে দেওয়া হবে না।উপদেষ্টা আদিলুর রহমান খান দুই দিনের সফরে আজ রংপুরে আসছেন। জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। দ্বিতীয় দিন সকালে তিনি গঙ্গাচড়া ও মিঠাপুকুর উপজেলায় চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102