বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে হাতবোমা ও বিপুল মাদকসহ আটক ৩৫

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তিতে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে টাস্কফোর্সের যৌথ অভিযানে হাতবোমা ও বিপুল পরিমাণ মাদকসহ ৩৫ জনকে আটক করেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে গাজীপুর মহানগরীর টঙ্গী বাজার এলাকার বিখ্যাত মাদক স্পট হাজীর মাজার বস্তিতে এ অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব টাস্কফোর্সের সদস্যরা।

বিএনপিকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে : তারেক রহমান

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক গণমাধ্যমকে জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে টাস্কফোর্সের এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে বলে এ কর্মকর্তা জানান।

 

জানা গেছে, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে টঙ্গীর হাজীর মাজার বস্তিতে অভিযান চালায়। এ সময় ৩৫ জনকে আটক করে, পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি হাতবোমা, ৩৪৭ পিস ইয়াবা, প্রায় ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহীন খান কালের কণ্ঠকে  জানান, আজ শুক্রবার ভোররাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে টাস্কফোর্সের সদস্যরা হাজীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে মাদকসহ আটকদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102