বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

ঢাকা-১৮ আসনে আমরা বিজয় ছিনিয়ে আনব: আরিফুল ইসলাম

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
নির্বাচনের প্রথম দিন আরিফুল ইসলাম আদীবের পক্ষে ঐক্যবদ্ধ জামায়াত-এনসিপি জোট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে নেমেই বিজয় ছিনিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী আরিফুল ইসলাম আদীব।

আজ (বৃহস্পতিবার) নির্বাচনী প্রচারণার প্রথম দিন উত্তরার ৭ নম্বর সেক্টর দলীয় অফিসের সামনে থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরিফুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি এই উত্তরা, এই ঢাকা-১৮ আসন আগামীর নতুন বাংলাদেশের ধারক-বাহক হিসেবে বিজয় ছিনিয়ে আনব ইনশাআল্লাহ।

তিনি বলেন, ঢাকা-১৮ আসন জুলাই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি শহিদ ও আহতদের মাটি। সে সকল শহিদ পরিবার ও আহতদের জন্য এখানে আমরা কাজ করব।

প্রথম দিনের প্রচারণায় স্থানীয় ভোটারদের স্বতঃর্স্ফূত অংশগ্রহণ ও সাড়া পাওয়ার ব্যাপারে আরিফুল বলেন, আমরা সাধারণ জনগণের ভালোবাসায় সিক্ত। প্রচারের প্রথম দিন হিসেবে অনেক বেশি সাড়া পাচ্ছি। এখানকার ভোটাররা আধিপত্যবাদবিরোধী ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চায়।

নির্বাচনী প্রচারণায় জামায়াতে ইসলামীসহ ১০দলীয় জোটের নেতাকর্মীদের সমর্থন পাচ্ছি জানিয়ে তিনি বলেন, প্রচারণার মাঠে সবাইকে পাশে পাচ্ছি। সামগ্রিকভাবে একটি আধুনিক ও মানবিক ঢাকা-১৮ আসন গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

পরে শাপলা কলি প্রতীকের ক্যারাভান নিয়ে উত্তরার বিএনএস সেন্টার, জমজম টাওয়ার, আজমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের মাঝে লিফলেট বিতরণ আরিফুল ইসলাম।

এর আগে ফজরের নামাজের পর উত্তরা ৭ নম্বর সেক্টর কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায়ের পর প্রথম দিনের নির্বাচনী প্রচারণায় নামেন ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপি ১০দলীয় জোট মনোনীত এই প্রার্থী।

 

/জি-টি

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102