চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে জাহাজের মালামাল বিক্রির ১২টি দোকান ভস্মীভূত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাত ১০টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট এলাকার সোনারগাঁ পেট্রোল পাম্প সংলগ্ন পুরাতন জাহাজের মালামাল বিক্রির একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
ভোক্তভোগী যাত্রী ও চালকরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশের উভয়মুখী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বুধবার দিবাগত রাত ১টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ভোররাত ৪টার পর মহাসড়কের লেগে থাকা যানজট স্বাভাবিক হয়।
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৬৯২৬৫ উত্তীর্ণ, প্রার্থীদের জন্য ৬ শর্ত
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে হাসান ড্রাইভার ও ইউসুফের মালিকানাধীন দোকানের দ্বিতীয় তলায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের স্ফুলিঙ্গ আশপাশে ছিটকে পড়ে। এতে কিছুক্ষণ পর দোকানটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা মার্কেটে থাকা মো. নুরউদ্দিন, জাবেদ, সুমন ও ইব্রাহীমের দোকানসহ আশপাশের আরো সাতটি দোকানে ছড়িয়ে পড়ে।
আগুনে দোকানগুলোর ভেতরে থাকা পুরাতন জাহাজের মূল্যবান সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় রাত ১টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।মহাসড়কে যানজটের কবলে পড়া বাসযাত্রী মো. খাইরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের কারণে বুধবার রাত সাড়ে ১০টায় সিটি গেট এলাকা অতিক্রমকালে তাদের গাড়িটি যানজটের কবলে পড়ে। সারারাত যানজটে আটকা থাকার পর ভোর ৫টায় সীতাকুণ্ড পৌরসদর বাজারে এসে নামেন।
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যৈষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল্লা আল মামুন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাদের দুটি ও নগরী থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুননির্বাপন কাজে অংশগ্রহণ করেন। স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে তিন ঘণ্টা সময় লেগেছে। আগুনে মার্কেটে থাকা ১২টি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত মালিকদের তালিকা ও ক্ষয়ক্ষতি নিরূপণে তারা কাজ করছেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মোমিন জানান, অগ্নিকাণ্ডের পুড়ে যাওয়া মার্কেটে মহাসড়কের পাশে হওয়ায় রাতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
এতে দূরপাল্লার শতশত যানবাহন আটকা পড়ে। তবে আগুন নির্বাপনের কাজ শেষ হওয়ার পর মহাসড়কের যানজট স্বাভাবিক হয়।
এ জাতীয় আরো খবর..