বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো খেলতে চলেছেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। রাজশাহী ওয়ারিয়র্সে যোগ দিতে যাচ্ছেন তিনি। সেজন্যে তিনি আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী কর্তৃপক্ষ।
দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগেই বিষয়টি জানিয়েছিলেন। কোয়ালিফায়ার ১-এ চট্টগ্রাম রয়্যালসের কাছে হারের পর শান্ত বলেন, ‘ইন শা আল্লাহ, আমি আশা করি সে কালই আমাদের দলে যোগ দেবে।’ এরপর আজ সকালে তিনি ঢাকায় এসে পৌঁছেছেন।
উইলিয়ামসন আজ সকাল ১০টা নাগাদ ঢাকায় পা রাখেন। রাজশাহী কয়েক দিন ধরেই উইলিয়ামসনের সঙ্গে যোগাযোগ রাখছিল। দল চেয়েছিল তিনি কোয়ালিফায়ার ১-এর আগেই দলে যোগ দিন। তবে তার এসএ২০ লিগের ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি।
সম্প্রতি ডারবান সুপার জায়ান্টসের হয়ে এসএ২০ লিগ শেষ করেছেন উইলিয়ামসন। সেই দলের আসর শেষ হওয়ায় এখন তিনি সুযোগ পেলেন রাজশাহীর হয়ে খেলার।
ডারবান সুপার জায়ান্টসের হয়ে মৌসুমটা মোটেও ভালো কাটেনি তার। প্রথম ম্যাচে ৪০ রানের ইনিংস খেলেছিলেন। তবে এরপর থেকেই তার পারফর্ম্যান্স ক্রমেই পড়তির দিকে। ১২, ২, ২২, ১২, ২২– এই ছিল বাকি ম্যাচগুলোয় তার পারফর্ম্যান্স। তবে রাজশাহীর হয়ে সে খরাটা ঘোচাতে চাইবেন তিনি।
রাজশাহীর হয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামবেন তিনি। এই ম্যাচ দিয়ে বিপিএলে অভিষেক হতে চলেছে তার। বিপিএলে এবারের আসরের সবচেয়ে বড় তারকা যে তিনিই, তা বলাই বাহুল্য।
এদিকে তার দল রাজশাহী ওয়ারিয়র্স এখন ফাইনালে ওঠার লড়াইয়ে আছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ সিলেট টাইটান্সের বিপক্ষে জিতলেই ফাইনালে উঠে যাবে দলটা।