মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

খুলনা-৪ আসনে বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলাল প্রতীক গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল নির্বাচনী প্রতীক গ্রহণ করেছেন। আজ খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের কোর্ট চত্বরে আনুষ্ঠানিকভাবে তিনি প্রতীক গ্রহণ করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, বিএনপি নেতা জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজলসহ খুলনা জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
প্রতীক গ্রহণ উপলক্ষে ডিসি অফিস কোর্ট চত্বরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় তারা দলীয় স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন। প্রতীক গ্রহণের পর নেতাকর্মীদের উদ্দেশে আজিজুল বারী হেলাল বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
দলীয় সূত্রে জানা গেছে, প্রতীক গ্রহণের মধ্য দিয়ে খুলনা-৪ আসনে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণা আরও জোরদার করা হবে এবং শিগগিরই গণসংযোগ ও পথসভা শুরু করা হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102