মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন

রাশিয়ার ২০২৬ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল আইএমএফ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সোমবার রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ২০২৬ সালের জন্য ০.৮ শতাংশ নির্ধারণ করেছে। একই সঙ্গে তারা বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৩.৩ শতাংশ করেছে।

এর আগে আইএমএফ ২০২৬ সালে রাশিয়ার জিডিপি প্রবৃদ্ধি ১ শতাংশ হবে বলে ধারণা দিয়েছিল। তবে সর্বশেষ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক হালনাগাদে সেই পূর্বাভাস ০.২ শতাংশ কমানো হয়েছে।

ওয়াশিংটনভিত্তিক এই সংস্থার পূর্বাভাস অনুযায়ী, রাশিয়ার প্রবৃদ্ধি এ বছর উদীয়মান বাজারগুলোর গড় প্রবৃদ্ধি ৪.২ শতাংশ এবং উন্নত অর্থনীতিগুলোর গড় প্রবৃদ্ধি ১.৮ শতাংশ—উভয়ের চেয়েই কম হবে। এদিকে, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালে জিডিপি প্রবৃদ্ধি ০.৫ শতাংশ থেকে ১.৫ শতাংশ-এর মধ্যে হতে পারে বলে ধারণা দিয়েছে। আর দেশটির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয় প্রবৃদ্ধি ১.৩ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে।

আইএমএফ ২০২৫ সালের জন্য রাশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ০.৬ শতাংশ-এই অপরিবর্তিত রেখেছে।

এটি ২০২৪ সালে প্রতিরক্ষা খাতে ব্যাপক ব্যয় বৃদ্ধির ফলে অর্জিত ৪.৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির তুলনায় অনেক ধীর। আইএমএফ ধারণা করছে, ২০২৭ সালে রাশিয়ার জিডিপি প্রবৃদ্ধি হবে ১ শতাংশ। 

বিশ্বব্যাপী, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগ বাড়ার সম্ভাবনার কারণে আইএমএফ ২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস ০.২ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ৩.৩ শতাংশ করেছে।

আইএমএফের হিসাবে, এ বছর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ২.৪ শতাংশ, যা গত অক্টোবরে দেওয়া পূর্বাভাসের চেয়ে ০.৩ শতাংশ পয়েন্ট বেশি।

এর বিপরীতে, ইউরোজোনের প্রবৃদ্ধি ১.৩ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে এবং জাপানের প্রবৃদ্ধি আরো ধীর হবে। আইএমএফ জানিয়েছে, বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়ার পেছনে প্রধান অবদান এসেছে যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনীতি থেকে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102