মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন

কাবুলে নিরাপত্তাবেষ্টিত এলাকায় বিস্ফোরণে নিহত অন্তত ৭

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থলের কড়া নিরাপত্তাবেষ্টিত একটি এলাকায় সোমবার একটি হোটেলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে সাতজন নিহত হন এবং আরো কয়েকজন আহত হন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, হোটেলটি বাণিজ্যিক শাহর-ই-নও এলাকায় অবস্থিত, যেখানে বড় বড় অফিস ভবন, শপিং কমপ্লেক্স ও দূতাবাস রয়েছে। এই জেলাটি কাবুলের অন্যতম নিরাপদ এলাকা হিসেবে বিবেচিত।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হোটেল ভবনের সামনের অংশে বড় একটি গর্ত সৃষ্টি হয়েছে, সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে এবং বাইরে রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।আফগানিস্তানে মানবিক সহায়তাকারী সংস্থা ইমার্জেন্সির কান্ট্রি ডিরেক্টর দেজান পানিক এক বিবৃতিতে বলেন, ‘এ পর্যন্ত আমাদের হাসপাতালে ২০ জনকে আনা হয়েছে।’তিনি বলেন, ‘আহতদের মধ্যে চারজন নারী ও এক শিশু রয়েছে… দুর্ভাগ্যজনকভাবে, সাতজনকে হাসপাতালে আনার আগেই মৃত পাওয়া গেছে।’বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঘটনাটি তদন্ত করছে।২০২১ সালে তালেবান যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর নিরাপত্তা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে এরপরও বোমা হামলা অব্যাহত রয়েছে, যার অনেকগুলোর দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের স্থানীয় শাখা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102