বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

আইসিইউ থেকে দেশকে তুলে আনা হয়েছে : অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আইসিইউ থেকে দেশকে তুলে আনা হয়েছে। সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, সংগ্রামও অনেক। দেশ বাঁচাতে এবং সংস্কার কার্যক্রম ধরে রাখতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে হবে।সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী পৌরসভা চত্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে আয়োজিত প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন অবশ্যই হবে— কোনো কিছুই নির্বাচনকে আটকাতে পারবে না। কোনো ধরনের অজুহাত নির্বাচনের পথে বাধা হতে দেওয়া হবে না। নির্বাচনকে বাধা দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আমরা নির্বাচনের প্রস্তুতি দেখতে পাচ্ছি।ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (এনবিআর) আব্দুর রহমান খান, ফেনীর পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম। এ ছাড়া এতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102