বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

বিষাক্ত প্রাণী থেকে সুরক্ষায় রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

মানবতার মুক্তির দিশারি রাসুলুল্লাহ (সা.) ছিলেন উম্মাহর প্রতি সবচেয়ে বেশি দরদি ব্যক্তিত্ব। তাই উম্মাহর কল্যাণে সাহাবিদের বিভিন্ন দোয়া শিখিয়েছেন।  নানা ধরনের অনিষ্টতা থেকে বাঁচতে দোয়া অনুসারে আমলে উৎসাহ দিয়েছেন। এর মধ্যে একটি দোয়া রয়েছে, যা পড়লে বিষাক্ত প্রাণীসহ সব ধরনের ক্ষতিকর বস্তু থেকে সুরক্ষা পাওয়া যায়।

দোয়াটি হলো—

 

أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ 

উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক।

অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে সৃষ্টিজগতের সব ধরনের অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে, আল্লাহ তাআলা তাকে ক্ষতিকর প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন।’ (তিরমিজি, হাদিস : ৩৬০৪)

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102