ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মন্নু মোল্লা (৪০) নামের এক মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছেন। রবিবার (১৮ জানুয়ারি) ভোররাতের দিকে উপজেলার ঝাউদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একই উপজেলার বিজুলিয়া গ্রামের আবু তৈয়ব মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, মানসিক প্রতিবন্ধী মন্নু মোল্লা রাতে শৈলকুপা-হাটফাজিলপুর সড়কে ঘোরাঘুরি করছিলেন।
ভোর ৪টার দিকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ভোরে লোকজন রাস্তার পাশের তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা কালের কণ্ঠকে বলেন, ধারণা করা হচ্ছে ট্রাকের ধাক্কায় মন্নু নিহত হয়েছে।
অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।