প্রযুক্তি ও ফ্রিল্যান্সিং খাতে দেশব্যাপী গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে গজালিয়া ইউনিয়নের কৃতি সন্তান মুহাম্মদ আরিফ খান সম্মানজনক OWS National Tech Award 2025 অর্জন করেছেন। রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি (IDEB) ভবনে জানুয়ারির ১৬ তারিখে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ আয়োজনে তিনি Freelancer ক্যাটাগরিতে দেশব্যাপী ভোটের মাধ্যমে ২য় স্থান অর্জন করে National Tech Award লাভ করেন।
One Way School (OWS) কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল প্রযুক্তি ও ফ্রিল্যান্সিং খাতে দক্ষ, উদ্ভাবনী এবং সফল পেশাজীবীদের জাতীয় পর্যায়ে স্বীকৃতি প্রদান করা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত অসংখ্য প্রতিভাবান পেশাজীবীর মধ্য থেকে নিজের পেশাগত দক্ষতা, ধারাবাহিক সাফল্য এবং প্রযুক্তিভিত্তিক বাস্তব কাজের মাধ্যমে মুহাম্মদ আরিফ খান এই সম্মানজনক পুরস্কার অর্জন করে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন।
ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং খাতে তাঁর দীর্ঘদিনের পরিশ্রম, সততা ও ফলাফলভিত্তিক কাজের স্বীকৃতি হিসেবেই এই অর্জনকে দেখা হচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক মানের কাজ, ক্লায়েন্ট সন্তুষ্টি এবং প্রযুক্তিনির্ভর সমাধান প্রদানের মাধ্যমে তিনি নিজেকে একজন দক্ষ ও বিশ্বাসযোগ্য ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৫ সালে পটুয়াখালী জেলা থেকে মাত্র দুইজন ব্যক্তি এই মর্যাদাপূর্ণ OWS National Tech Award অর্জন করেছেন, যার মধ্যে প্রথম হলেন মুহাম্মদ আরিফ খান এবং অন্যজন তাঁরই মামাতো ভাই মোঃ জহিরুল ইসলাম। এ অর্জন গলাচিপা তথা পটুয়াখালী জেলার জন্য এক বিশেষ গর্বের বিষয় এবং প্রযুক্তি ও ফ্রিল্যান্সিং খাতে আগ্রহী নতুন প্রজন্মের জন্য একটি শক্তিশালী অনুপ্রেরণার দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
এই সাফল্যের খবরে স্থানীয় পর্যায়ে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী মহল থেকে মুহাম্মদ আরিফ খানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও তিনি তাঁর প্রযুক্তিভিত্তিক দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ ও জাতির জন্য আরও বৃহৎ পরিসরে ইতিবাচক অবদান রাখবেন।
এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের তরুণ সমাজের জন্য প্রযুক্তি ও ফ্রিল্যান্সিং খাতে সম্ভাবনার এক উজ্জ্বল দৃষ্টান্ত।