মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন

অভিনয়ের স্বপ্নে কান্নায় ভেঙে পড়েছিলেন শাহরুখকন্যা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

‘আর্চিজ’ সিনেমার মাধ্যমে অভিনয়ের জগতে পা রাখেন বলিউড বাদশাহ শাহরুখকন্যা সুহানা খান। প্রথম ছবিতেই তাঁকে ঘিরে শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছিলেন—শাহরুখকন্যা হয়েও এমন অভিনয় কেন? তবে সমালোচনার মুখেও নিজের অবস্থান স্পষ্ট রাখেন সুহানা। 

তিনি বারবারই জানিয়েছেন, অভিনয়ই তাঁর ভালোবাসা, আর এই পথেই তিনি এগোতে চান।

শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’–এ অভিনয় করছেন সুহানা। তবে এই জায়গায় পৌঁছানোর পথটা মোটেও সহজ ছিল না। একসময় পছন্দের চরিত্র না পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। সেই অভিজ্ঞতাই নাকি তাঁকে বুঝিয়ে দিয়েছিল—অভিনয় তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ।

শৈশব থেকেই স্কুলের নাটকে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন সুহানা। একবার একটি নাটকে বিশেষ একটি চরিত্রে অভিনয় করার প্রবল ইচ্ছা ছিল তাঁর। অডিশন দেন, বহু চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত সেই চরিত্রটি পাননি। বরং জায়গা হয় কোরাসে।

বিষয়টি মেনে নিতে পারেননি সুহানা। বন্ধ ঘরে ঢুকে দীর্ঘক্ষণ কেঁদেছিলেন তিনি।

সেই সময়ের কথা স্মরণ করে সুহানা জানান, প্রিয় চরিত্রে অভিনয়ের সুযোগ না পেয়ে তিনি ভীষণ হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু ওই কান্নার মধ্যেই তিনি বুঝতে পারেন—মঞ্চে থাকার উত্তেজনা এবং অভিনয়ের প্রতি তাঁর টান কতটা গভীর।

তিনি বলেন, ‘ আমি হতাশ হয়ে পড়েছিলাম।

সেই সময়ে আমি বুঝতে পেরেছিলাম— মঞ্চে থাকার উত্তেজনা ও অভিনয় করতে আমি কতটা ভালোবাসি।’

 

অভিনয় নিয়ে তাঁর কৌতূহল, নিষ্ঠা ও শেখার আগ্রহই তাঁকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে বলেও জানান তিনি।

এদিকে মেয়ের অভিনয় যাত্রায় শুরু থেকেই সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়িয়েছেন শাহরুখ খান। কন্যাকে অনবরত উৎসাহ দেওয়ার পাশাপাশি ‘কিং’ সিনেমায় তাঁর চরিত্র ও অ্যাকশন দৃশ্য যেন নিখুঁত হয়, সে দিকেও বিশেষ নজর রাখছেন বাদশা।

সূত্রের খবর, শুটিং সেটকে প্রায় একটি প্রশিক্ষণকেন্দ্রে পরিণত করেছেন শাহরুখ। নিজ হাতে মেয়েকে অ্যাকশন দৃশ্যের প্রশিক্ষণ দিচ্ছেন তিনি। আর সুহানা? বাবার প্রতিটি নির্দেশ নিষ্ঠার সঙ্গে অনুসরণ করছেন একজন বাধ্য ছাত্রীর মতোই।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102