টঙ্গী, ১০ জানুয়ারি (নিজস্ব প্রতিবেদক)
“শিক্ষা সকল শিশুর অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে টঙ্গীর রেলওয়ে স্টেশনের খোলা আকাশের নিচে অস্থায়ীভাবে গড়ে ওঠা গ্লোবাল কিডস স্কুল-এর চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
প্রধান অতিথি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি, স্কুলের উদ্যোগকে প্রশংসা করে বলেন, “সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গ্লোবাল কিডস স্কুল যে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগের পাশে দাঁড়ানো উচিত।”
অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাহবুবুর রহমান জিলানী, এবং সঞ্চালনা করেন মোহাম্মদ শামীম রেজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্বেচ্ছাসেবক ও অভিভাবকরা।
পরিচালক মোহাম্মদ শামীম রেজা বলেন, “সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও আমরা শিশুদের নিয়মিত পড়াশোনা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করছি। এই উদ্যোগ অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করি।”
প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান জিলানী বলেন, “খোলা আকাশের নিচে হলেও আমরা শিশুদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার কাজ আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখব।