বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

‘যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যান্য দেশকে তাদের সাম্রাজ্য হিসেবে দেখছে’

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করে বলেছেন, আমেরিকা বিশ্বের অন্যান্য দেশগুলোকে একটি স্বাধীন রাষ্ট্রের বদলে তাদের সাম্রাজ্যের অংশ হিসেবে বিবেচনা করছে। খবর বিবিসির।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে দেন যে কলম্বিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের বাস্তব হুমকি এখনো শেষ হয়ে যায়নি। বিশেষ করে ভেনেজুয়েলায় মার্কিন হামলার পর ডোনাল্ড ট্রাম্প যখন কলম্বিয়াকেও সামরিক অভিযানের লক্ষ্যবস্তু করার ইঙ্গিত দিয়েছেন, তখন থেকেই দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সম্প্রতি এক দীর্ঘ ফোনালাপ হলেও পেত্রো জানান, দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। প্রায় এক ঘণ্টার সেই আলোচনায় মাদক পাচার, ভেনেজুয়েলার পরিস্থিতি এবং লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিস্তারিত কথা হলেও ট্রাম্পের ‘পিঠ বাঁচিয়ে চলার’ হুঁশিয়ারিকে পেত্রো অত্যন্ত অপমানজনক বলে নিন্দা করেছেন।

তিনি মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইস-এর এজেন্টদের কঠোর ও অমানবিক কার্যক্রমকে ‘নাৎসি ব্রিগেড’-এর সঙ্গে তুলনা করে বলেন, তারা লাতিন আমেরিকানদের রাস্তায় হয়রানি করার পাশাপাশি মার্কিন নাগরিকদেরও ক্ষতির মুখে ফেলছে।

পেত্রোর মতে, যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে বিশেষ করে লাতিন আমেরিকায় আন্তর্জাতিক আইন উপেক্ষা করে নিজেদের আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এভাবে চলতে থাকলে এবং অন্য দেশগুলোকে সাম্রাজ্যের প্রজার মতো গণ্য করলে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি দেশে পরিণত হবে। তার মতে, বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে কোনো দিন স্থায়ী সাম্রাজ্য গড়ে তোলা সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102