নববর্ষের আগের রাত থেকে নিখোঁজ থাকা ২৭ বছর বয়সি এক ভারতীয় নারীকে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে তার সাবেক প্রেমিকের অ্যাপার্টমেন্ট থেকে ছুরিকাঘাতে নিহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নিকিথার লাশ পাওয়া যায় তার সাবেক প্রেমিক ২৬ বছর বয়সী অর্জুন শর্মার মালিকানাধীন একটি অ্যাপার্টমেন্ট থেকে। এ ঘটনায় শর্মার বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় ডিগ্রির হত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, গত ২ জানুয়ারি অর্জুন শর্মাই পুলিশে নিখোঁজের অভিযোগ করেন। সে সময় তিনি পুলিশকে জানান, ৩১ ডিসেম্বর সর্বশেষ তিনি নিকিথাকে তার অ্যাপার্টমেন্টেই দেখেছিলেন।
এরপর ৩ জানুয়ারি ওই অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে পুলিশ নিকিথার লাশ উদ্ধার করে। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়।
পুলিশ আরও জানায়, নিখোঁজের অভিযোগ দায়ের করার দিনই অর্জুন শর্মা যুক্তরাষ্ট্র ছেড়ে ভারতের উদ্দেশে একটি ফ্লাইটে দেশ ত্যাগ করেন। তদন্তে ধারণা করা হচ্ছে, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টার পরই নিকিথাকে হত্যা করা হয়।
ভারতের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিকিথা গোধিশালার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সব ধরনের কনস্যুলার সহায়তা প্রদান করছে। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গেও বিষয়টি নিয়ে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। তবে এমন গুরুতর অপরাধে প্রত্যর্পণ প্রক্রিয়ায় আদালতের পর্যালোচনা ও কূটনৈতিক সমন্বয়ের প্রয়োজন হয়, যা সাধারণত কয়েক মাস সময় নিতে পারে।