মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন

অন্তর্বর্তী প্রেসিডেন্টকে ভেনেজুয়েলার সেনাবাহিনীর স্বীকৃতি

অনলাইন ডেস্ক রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে দেশের ভারপ্রাপ্ত নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে ভেনেজুয়েলার সেনাবাহিনী। শনিবার মার্কিন বাহিনী কর্তৃক কারাকাস থেকে নিকোলাস মাদুরোকে বহিষ্কারের পর সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।এদিকে প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ ৯০ দিনের জন্য রদ্রিগেজকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে নিয়োগের সুপ্রিম কোর্টের রায়কে সমর্থন করে একটি বিবৃতি জারি করেছেন।রাষ্ট্রপতির পরবর্তী উত্তরসূরি হিসেবে রদ্রিগেজ ২০১৮ সাল থেকে মাদুরোর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।এ ছাড়া তিনি ভেনেজুয়েলার তেলনির্ভর অর্থনীতির পাশাপাশি এর গোয়েন্দা পরিষেবার বেশির ভাগ তত্ত্বাবধান করছেন। শনিবার ভেনেজুয়েলার উচ্চ আদালত তাকে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির ভূমিকা গ্রহণের নির্দেশ দিয়েছেন।এদিকে রবিবার ট্রাম্প রদ্রিগেজকেও হুমকি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, ‘যদি তিনি সঠিক কাজ না করেন, তাহলে তাকে অনেক বড় মূল্য দিতে হবে, সম্ভবত মাদুরোর চেয়েও বড়।রবিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ‘ফেস দ্য নেশন উইথ মার্গারেট ব্রেনান’-কে বলেন, রদ্রিগেজ এবং ভেনেজুয়েলা সরকারের সঙ্গে কথোপকথন সূক্ষ্ম এবং জটিল বিষয়, যার জন্য পরিপক্ব রাষ্ট্রনায়কত্ব প্রয়োজন এবং আমরা এটাই করতে চাই।’

তিনি বলেন, ‘কিন্তু আমাদের লক্ষ্য একই রয়ে গেছে। পার্থক্য হলো যিনি দায়িত্বে ছিলেন অতীতে, তিনি বৈধভাবে ছিলেন না। তিনি এমন একজন ছিলেন, যার সঙ্গে আপনি কাজ করতে পারতেন না।আমরা শুধু তার সঙ্গে কাজ করতে পারিনি।’ মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস রবিবার নিউ ইয়র্কে পৌঁছেছেন। তাদের বিরুদ্ধে মাদক পাচার এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত গ্যাংগুলোর সঙ্গে কাজ করার অভিযোগ আনা হবে। এসব অভিযোগ মাদুরো অস্বীকার করেন।রাষ্ট্রপতি ট্রাম্প শনিবার বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র রদ্রিগেজের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং ভেনেজুয়েলাকে আবার মহান করে তোলার জন্য আমরা যা প্রয়োজন বলে মনে করি, তা করতে তিনি মূলত ইচ্ছুক। ভেনেজুয়েলার গণতন্ত্রকে ক্ষুণ্ণ করার ভূমিকার জন্য ট্রাম্পের প্রথম প্রশাসনের সময় রদ্রিগেজ মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছিলেন।শনিবার রাতে রদ্রিগেজ মার্কিন সামরিক অভিযানের সময় মাদুরোর গ্রেপ্তারকে ‘বর্বর’ এবং ‘অবৈধ অপহরণ’ বলে অভিহিত করেছেন।

রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর আক্রমণ এবং মাদুরো ও তার স্ত্রীর অবিলম্বে মুক্তি দাবি করেছেন। রদ্রিগেজ ক্ষমতাসীন দলের সমর্থকদের শান্ত করার চেষ্টা করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের দরজা খুলে দিয়েছেন।তিনি ট্রাম্প প্রশাসনের কথা উল্লেখ করে বলেন, ‘এখানে একটি সরকার রয়েছে এবং আমি আবারও বলছি … আমরা শ্রদ্ধাশীল সম্পর্ক রাখতে ইচ্ছুক। ভেনেজুয়েলা আক্রমণ করার পর এক ধরনের সম্পর্কের জন্য এটিই একমাত্র জিনিস, যা আমরা গ্রহণ করব।’হোয়াইট হাউসের একটি অ্যাকাউন্টে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, মাদুরোকে দুই মার্কিন এজেন্ট তার হাত ধরে নিয়ে যাচ্ছিলেন। তখন মাদুরো হাসছিলেন। রবিবার টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনো লোপেজ বলেন, মার্কিন অভিযানের সময় মাদুরোর কিছু দেহরক্ষী নিহত হয়েছেন। তিনি হতাহতের সঠিক সংখ্যা জানাননি।ভেনেজুয়েলার কর্তৃপক্ষ এখনো মার্কিন অভিযানে আহত বা নিহতদের সরকারি সংখ্যা জানায়নি। ট্রাম্প শনিবার বলেছেন, কিছু মার্কিন বাহিনী আহত হয়েছে, কিন্তু কেউ নিহত হয়নি।

পাদ্রিনো লোপেজ ভেনেজুয়েলার নাগরিকদের আগামী দিনগুলোতে অর্থনৈতিক, কর্মক্ষেত্র এবং শিক্ষার সব ধরনের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘মাতৃভূমিকে অবশ্যই তার সাংবিধানিক পথ অনুসরণ করতে হবে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102