রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভেনেজুয়েলার সার্বভৌমত্বের ওপর আক্রমণ এবং মাদুরো ও তার স্ত্রীর অবিলম্বে মুক্তি দাবি করেছেন। রদ্রিগেজ ক্ষমতাসীন দলের সমর্থকদের শান্ত করার চেষ্টা করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের দরজা খুলে দিয়েছেন।তিনি ট্রাম্প প্রশাসনের কথা উল্লেখ করে বলেন, ‘এখানে একটি সরকার রয়েছে এবং আমি আবারও বলছি … আমরা শ্রদ্ধাশীল সম্পর্ক রাখতে ইচ্ছুক। ভেনেজুয়েলা আক্রমণ করার পর এক ধরনের সম্পর্কের জন্য এটিই একমাত্র জিনিস, যা আমরা গ্রহণ করব।’হোয়াইট হাউসের একটি অ্যাকাউন্টে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, মাদুরোকে দুই মার্কিন এজেন্ট তার হাত ধরে নিয়ে যাচ্ছিলেন। তখন মাদুরো হাসছিলেন। রবিবার টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনো লোপেজ বলেন, মার্কিন অভিযানের সময় মাদুরোর কিছু দেহরক্ষী নিহত হয়েছেন। তিনি হতাহতের সঠিক সংখ্যা জানাননি।ভেনেজুয়েলার কর্তৃপক্ষ এখনো মার্কিন অভিযানে আহত বা নিহতদের সরকারি সংখ্যা জানায়নি। ট্রাম্প শনিবার বলেছেন, কিছু মার্কিন বাহিনী আহত হয়েছে, কিন্তু কেউ নিহত হয়নি।
পাদ্রিনো লোপেজ ভেনেজুয়েলার নাগরিকদের আগামী দিনগুলোতে অর্থনৈতিক, কর্মক্ষেত্র এবং শিক্ষার সব ধরনের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘মাতৃভূমিকে অবশ্যই তার সাংবিধানিক পথ অনুসরণ করতে হবে।’