‘হেমার জন্য ভীষণ খারাপ লাগছে’
অনলাইন ডেক্স রির্পোট
-
আপডেট টাইম:
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
মমতাজ ও ধর্মেন্দ্র জুটি একসময় বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়েছে। ধর্মেন্দ্রের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলেন তার একসময়ের নায়িকা। অভিনেতাকে শেষবার চোখের দেখা দেখে আসেন। তার দিনকয়েকের মধ্যেই মৃত্যু হয় অভিনেতার।ধর্মেন্দ্রের মৃত্যুতে হেমা মালিনীর প্রতি দুঃখ প্রকাশ করলেন মমতাজ। ২০২১ সালে ধর্মেন্দ্রের সঙ্গে তার বাড়িতে শেষবার দেখা হয় অভিনেত্রীর। মমতাজের এখনো মনে রয়েছে সেই সাক্ষাৎ।অভিনেত্রী বলেন, ‘কী সুন্দর ছিল সে দিনটা।সেই সময়ে অভিনেতার প্রথম স্ত্রীর সঙ্গে দেখা হয় অভিনেত্রীর। তার কথায়, ‘খুব ভালো ব্যবহার করেছিলেন। আমাদের নাশতা দিন। যখন হাসপাতালে অভিনেতা ভর্তি ছিলেন, তখনো কী সুন্দর লাগছিল! ভেবেছিলাম সুস্থ হয়ে যাবে।মমতাজ আরো বলেন, ‘হেমার জন্য ভীষণ খারাপ লাগছে। কারণ এই একটা মাত্র পুরুষকেই সারা জীবন ভালোবেসেছে হেমা। তার জীবনে যে শূন্যতা তৈরি হলো, সেটা ভাষায় বোঝানো যাবে না।’
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..