সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

৮ সপ্তাহ পর মারা গেলেন খুবি ছাত্রী মারজান

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আহত খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)-এর ছাত্রী মারজান রহমান মারা গেছেন। আহত হওয়ার আট সপ্তাহ পর আজ সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।মারজান খুবির সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ২৫ ব্যাচের শিক্ষার্থী। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকার মো. মজিবুর রহমান জমাদ্দারের মেয়ে।গত ২৬ অক্টোবর মায়ের সঙ্গে ডাক্তার দেখাতে যাওয়ার পথে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন মারজান। তাৎক্ষণিকভাবে কয়েকজন সহপাঠী তাঁকে উদ্ধার করে খুলনা সিটি মেডিক্যালে ভর্তি করান। সেখানে ১২ নভেম্বর পর্যন্ত চিকিৎসাধীন মারজান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়া হয়।সেখানে চার-পাঁচ দিন চিকিৎসা শেষে অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে বাসায় নেওয়া হয়। গত ২ ডিসেম্বর ফের অসুস্থ হয়ে পড়লে তাঁকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৫০ শয্যাবিশিষ্ট ইউনিটে ভর্তি করা হয়। আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মারজান। এদিকে মারজানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান ড. আব্দুল্লাহ আবু সাইদ খান।তিনি বলেন, ‘মারজান আমাদের অত্যন্ত প্রিয় ও মেধাবী ছাত্রী ছিল। তার এমন অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে ব্যথিত। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’মারজানের সহপাঠী নওশীন ইসলাম আনিশা বলেন, ‘মারজান অত্যন্ত মেধাবী ও মিশুক একজন মানুষ ছিল। সে আমাদের খুব কাছের বন্ধু।তাঁর এমন আকস্মিক মৃত্যুতে আমরা বাকরুদ্ধ ও মর্মাহত।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102