সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

দুর্গাপুরে শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

নেত্রকোনার দুর্গাপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বিডি- ০৪২২ এর আয়োজনে ২৮৩জন শিশুদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বারোমরি কম্প্যাশন মিলনায়তনে স্থানীয় গন্যমান্যদের অংশগ্রহনে এ কর্মসুচী পালিত হয়।

এতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপহার বিতরণে পুরো কম্প্যাশন এক উৎসবমুখর জনপদে পরিণত হয়েছে। আলোচনায় এলসিসি কমিটির সভাপতি পাস্টার কম্প কুমার ম্রং এর সভাপতিত্বে শিক্ষক কৃপাঞ্জলী চাম্ভুগং এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক এলিসন ঘাগ্র। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন, পাস্টার মিহির চন্দ্র কুবি প্রমুখ। আলোচনা শেষে উৎসবের অংশ হিসেবে ২৮৩জন শিশুদের মাঝে উপহার হিসেবে শীতের কম্পোডার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, শিশুদের মানুষিক বিকাশ এবং সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আনন্দ ভাগ করে নিতেই মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উপহার বিতরণ এক ব্যতিক্রমী আয়োজন। পরে শিশুরা তাদের প্রতিভা ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরে গান ও নাচ পরিবেশন করে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102