বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

ধানের শীষের পক্ষে ঐক্যের বার্তা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনির পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানিয়ে একই মঞ্চে উপস্থিত হয়েছেন দলের সাতজন মনোনয়নপ্রত্যাশী। সব ভেদাভেদ ভুলে ‘অদৃশ্য শক্তির’ মোকাবিলা করে আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার দৃঢ় অঙ্গীকার করেন তারা।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে টঙ্গী কনভেনশন হল (মধুমিতা রোড সংলগ্ন)-এ আয়োজিত নির্বাচনী প্রাক-প্রস্তুতি সভায় এ আহ্বান জানানো হয়।

এ সময় মনোনীত প্রার্থীর সমর্থনে এক মঞ্চে ওঠেন—কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রাজু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন।

সভায় বক্তারা বলেন, আমরা সবাই ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছি। আমাদের নেতা তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন—সবাই ধানের শীষের পক্ষে কাজ করবেন। আমরা বিএনপি করি, আমাদের প্রতীক ধানের শীষ।

আগামী নির্বাচনে একটি অদৃশ্য শক্তির মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকারের পাশাপাশি যেসব বিএনপি নেতা এখনো ধানের শীষের পক্ষে সক্রিয় হননি, তাদের আগামী দুই দিনের মধ্যে দলের পক্ষে মাঠে নামার আহ্বান জানান বক্তারা।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান নূর ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন—গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ড. মোহাম্মদ শহীদুজ্জামান, আহমেদ আলী রুশদী, মাহবুবুল আলম শুক্কুর, সদর মেট্রো থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মেহেদী হাসান এলিসসহ মহানগর ও বিভিন্ন থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভায় টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা, গাছা থানা, সদর মেট্রো থানা ও পুবাইল থানা (একাংশ) বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102