নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের আদর্শ বিদ্যাপিঠ দি চাইল্ড লার্নিং হোমস এর বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে স্কুল মিলনায়তন চত্ত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ পুর্ব আলোচনা সভায়, স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাইদুল ইসলাম এর সভাপতিত্বে, প্রধান শিক্ষক মাসুম বিল্লাহর এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি‘র সহ:সভাপতি এম রফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, অবসরপ্রাপ্ত শিক্ষক আলী আসগর, দেবী চক্রবর্ত্তী প্রমুখ।
এবার এই স্কুল থেকে বার্ষিক মুল্যায়ন পরীক্ষায় ১৫১জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে এর মধ্যে ১৩৪ জন অ+ পেয়েছে, ১২ জন্য অ পেয়েছে এবং ৫জন অ- পেয়েছে। আলোচনা শেষে, প্রথম, দ্বিতীয় এবং ৩য় স্থান অদিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তিতে স্কুলের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।