নানা অনিয়মের দায়ে বাগেরহাটের মোংলার রাতুল ক্লিনিককে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পৌর শহরের রবীন্দ্রনাথ সড়কে অবস্থিত ক্লিনিকটিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে নানা অনিয়ম ধরা পড়ায় ক্লিনিকটিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রাথমিকভাবে সতর্ক করে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতে সময়সীমাও বেঁধে দেওয়া হয়।
স্থানীয় ফার্মেসি মালিক সুব্র মণ্ডল বলেন, ‘ড্রাগ লাইসেন্স না থাকলেও নিয়মিত ওষুধ বিক্রি করে আসছে রাতুল ক্লিনিক, এটা তো অনিয়ম। কারো লাইসেন্স থাকবে, কারো থাকবে না- সেটা তো হয় না।’
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘রাতুল ক্লিনিকে বিভিন্ন অস্ত্রোপচার হয়ে থাকে। কিন্তু সব সময় চিকিৎসক থাকে না। এতে ভর্তি রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। এছাড়া বিভিন্ন পরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষার রিপোর্টও ভুলভাল হয় দেখেছি। এ নিয়ে হট্টগোলও হয় প্রায়ই।’
স্থানীয়দের অভিযোগ, এতসব অনিয়মের মধ্য দিয়ে রাতুল ক্লিনিক বহাল তবিয়তে রয়েছে। কারণ ক্লিনিকটির মালিক জাহাঙ্গীর সব সময় রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় থাকেন। এর আগে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থেকে ক্লিনিক ব্যবসা পরিচালনা করেছেন। ৫ আগস্টের পর তিনি ভর করেছেন অন্য রাজনৈতিক দলের ওপর।
এদিকে, নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে গত শুক্রবার পৌর শহরের মাদরাসা রোডের রাব্বি ক্লিনিক সিলগালা করে দিয়েছে স্থানীয় প্রশাসন। ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলায় শুক্রবার দুপুরে এক প্রসূতির মৃত্যু হয় ক্লিনিকটিতে। এরপর প্রশাসন অভিযান চালিয়ে সেখানে নানা অনিয়ম পায়। অবহেলায় প্রসূতির মৃত্যুর ঘটনায় রাব্বি ক্লিনিকের মালিক এনামুল কবির ও সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে গত শনিবার থানায় মামলা হয়েছে।