বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

ঢাকা-১৮ আসন: উত্তরা নিউজের জরিপই সত্য হলো

গাজী তারেক রহমান
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন পেলেন দীর্ঘদিনের কারা নির্যাতিন ও উত্তরার জনপ্রিয় নেতা এস এম জাহাঙ্গীর হোসেন। সেই সঙ্গে সত্য হল ঢাকা-১৮ আসন নিয়ে উত্তরা নিউজের চালানো পাঠক জরিপ।

গত গত ৫ সেপ্টেম্বর উত্তরা নিউজের ফেসবুক পেজে চালানো ওই পাঠক জরিপে ৭৫.৫৬ শতাংশ পাঠকের মন্তব্যেই নাম উঠে আসে এস এম জাহাঙ্গীর হোসেনের নাম। যা নিয়ে সে সময় ঢাকা-১৮ আসনজুড়ে বেশ আলোচনার সৃষ্টি হয়।

অনেকেই বলছেন, এই আসনে এস এম জাহাঙ্গীর হোসেন মনোনয়ন পাওয়া যেন তা উত্তরা নিউজের সেই পাঠক জরিপের প্রতিফলন। বিকেলে বিএনপির মিডিয়া সেল থেকে প্রকাশিত তালিকায় ৩৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তালিকায় ঢাকা-১৮ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় এস এম জাহাঙ্গীর হোসেনের নাম। প্রার্থী তালিকায় জাহাঙ্গীর হোসেনের নাম থাকায় বৃহত্তর উত্তরার গণমানুষের চাওয়া পূরণ হয়েছে বলে মনে করছেন অনেকেই। যা সম্প্রতি উত্তরা নিউজের চালানো জরিপেও উঠে এসেছে।

উল্লেখ্য যে, গত ৫ সেপ্টেম্বর উত্তরা নিউজের ফেসবুক পেজে ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী হতে আগ্রহীদের নিয়ে ৪৮ ঘন্টাব্যাপী পাঠক মতামত বিষয়ক জরিপ চালায় উত্তরা জনপদের জনপ্রিয় সংবাদ মাধ্যম উত্তরা নিউজ। ওই জরিপে সর্বোচ্চ ৭৫.৫৬ শতাংশ মন্তব্য পেয়ে এগিয়ে ছিলেন এস এম জাহাঙ্গীর। ৭ সেপ্টেম্বর উত্তরা নিউজের ফেসবুক পেজে জরিপের ফলাফল প্রকাশ করলে এ নিয়ে ঢাকা-১৮ আসনজুড়ে তুমুল আলোচনা সৃষ্টি হয়।

এদিকে, ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থী মনোনয়ন পাওয়ার পর অপরাপর সবাইকে নিয়ে একসাথে কাজ করার ঘোষণা দিয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন। বিকেলে উত্তরখানে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিলে তিনি এ ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102