মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

দুর্গাপুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

নেত্রকোনার দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে ২০২৫ সনে অনুষ্ঠিত এইসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত মেধাবী ২ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজ পরিচালনা পর্যদ, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহনে এ সংবর্ধনা দেয়া হয়।

এ উপলক্ষে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রভাষক আবু সাদেকের সঞ্চালনায়, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ্ এর সভাপতিত্বে, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, সহকারি অধ্যাপক গৌতম কুমার মল্লিক, আব্দুল আজিজ, শিক্ষার্থী অভিভাবক ডাঃ কামরুল ইসলাম, আব্দুস সাত্তার, বিশ্বজিৎ রংদী, আলমগীর সরকার প্রমুখ। এছাড়া কলেজের জিপিএ-৫ প্রাপ্ত ফারহানা আলম ফারদিয়া এবং কামরুন্নাহার নিশি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে অনুভুমি মুলক আলোচনা করেন।

বক্তারা বলেন, পরিশ্রম কখনোই বৃথা যায় না। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল সারাদেশেই খারাপ করেছে। তার পরেও তুলনামুলক যারা ভালো করেছে তাদের জন্য শুভ কামনা। তবে পরিশ্রম করলে ফলাফল ভালো হবেই। সে ক্ষেত্রে অভিভাবকদের ব্যাপক ভুমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের প্রতিটি কাজ পরিকল্পনা মোতাবেক করতে পারলে পরবর্তি সাফল্য হাতে মুঠোয় চলে আসবে। উপস্থিত শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে পাঠে মনোনিবেশ করতে আহবান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102