বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর দ্রুত সুস্থতা কামনায় গাজীপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধায় টঙ্গী বাজার হোন্ডা রোড়ে ওয়ার্ড বিএনপি’র অফিসে সামনে এ দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকার বলেন, “দেশনেত্রী বেগম জিয়াকে ইতিমধ্যেই দেশের সকল মানুষ গণতন্ত্রের মাতা হিসেবে স্বীকৃতি দিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তাঁর অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
তিনি আরও বলেন, “আজ দেশের মানুষ তাঁর সুস্থতার জন্য ঐক্যবদ্ধভাবে দোয়া করছে। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে আবার দেশের মানুষের মাঝে ফিরিয়ে দেন।”
দোয়া মাহফিলে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার, মাহবুবুল আলম শুকুর, প্রভাষক বসির উদ্দিন, জসিম উদ্দিন ভাট, আব্দুর রশিদ কালা,মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মন্ডল,শেখ মো সুমন,মশিউর রহমান, রাতুল আহমেদ ভূইয়াসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।